D Gukesh

১১ কোটির পর আরও ৫ কোটি, ১৯ দিনে ১৬ কোটি! পুরস্কার বেড়েই চলেছে গুকেশের

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ জিতে নিয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। আরও পুরস্কার পেতে চলেছেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন ৫ কোটি টাকা দেওয়া হবে গুকেশকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭
ডি গুকেশ।

ডি গুকেশ। —ফাইল চিত্র।

১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে রেকর্ড গড়েছেন ডি গুকেশ। সেই সঙ্গে জিতে নিয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ টাকার পুরস্কার। আরও পুরস্কার পেতে চলেছেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন ৫ কোটি টাকা দেওয়া হবে গুকেশকে।

Advertisement

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন গুকেশ। ১৪তম ম্যাচে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দিতেই ইতিহাস গড়েন তিনি। চেন্নাইয়ের বাসিন্দা গুকেশকে নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। স্ট্যালিন সমাজমাধ্যমে লিখেছেন, “গুকেশের সাফল্যকে কুর্নিশ। ওর জন্য ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে আমি কৃতজ্ঞ। গুকেশের সাফল্য আমাদের দেশকে গর্বিত করেছে। আশা করব ও আগামী দিনেও সাফল্য পাবে।”

২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ১২ ডিসেম্বর চ্যাম্পিয়ন হন গুকেশ। পরের দিন স্ট্যালিন পুরস্কার ঘোষণা করেন। ১৯ দিনে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়ে গেলেন গুকেশ।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা।

Advertisement
আরও পড়ুন