Paris Olympics 2024

প্যারিস অলিম্পিক্স ভারতের দ্বিতীয় দিন: শুটিংয়ে আরও একটি পদকের আশা, ফাইনালে অর্জুন

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের বেশ কয়েক জন খেলোয়াড় নেমে পড়েছেন। কেউ নামবেন পদক জয়ের আশায়, কেউ নামবেন পরের রাউন্ডে যাওয়ার জন্য। গ্রুপ পর্বের ম্যাচও চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৬:০৫
Arjun Babuta

অর্জুন বাবুতা। ছবি: পিটিআই।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের বেশ কয়েক জন খেলোয়াড় নেমে পড়েছেন। কেউ নামবেন পদক জয়ের আশায়, কেউ নামবেন পরের রাউন্ডে যাওয়ার জন্য। গ্রুপ পর্বের ম্যাচও চলছে।

Advertisement

পদক জয়

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর। মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকে। সেই মতোই দেশকে এ বারের অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু।

শুটিং

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন তিনি। ৬৩০.১ স্কোর করেন। সেই ইভেন্টে ভারতের সন্দীপ সিংহ ছিলেন। তিনি দ্বাদশ স্থানে শেষ করেন। তাই সন্দীপের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব হল না।

শুটিং থেকে আরও পদকের আশা উজ্জ্বল করলেন রমিতা জিন্দল। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন তিনি। প্রাথমিক রাউন্ডে রমিতা পঞ্চম স্থানে শেষ করেছেন। তবে পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারলেন না ভারতের আর এক প্রতিযোগী এলাভেনিল ভালারিভান।

তিরন্দাজি

কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল ভারতের মহিলা দল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬-০ স্কোরে উড়ে গেলেন দীপিকা কুমারিরা। ভজন কৌর, অঙ্কিতা ভকত এবং দীপিকার শুরুটাই ভাল হয়নি। প্রথম সেটে তাঁরা ৫১ স্কোর করেন। প্রথম তিনটি শটে ২৪ স্কোরের বেশি পাননি। দ্বিতীয় সেটে অঙ্কিতা এবং দীপিকা ছয়ের বেশি মারতে পারেননি। পর পর তিনটি সেটেই হেরে যায় ভারত। ফলে চতুর্থ সেট খেলার প্রয়োজনই হয়নি। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় পদকের আশাও শেষ হয়ে যায় দীপিকাদের।

টেবল টেনিস

শুরুতেই জয় তুলে নিলেন ভারতের টেবল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা। সুইডেনের ক্রিস্টিনা কলবার্গকে হারিয়ে দিলেন তিনি। সৃজা জিতলেন ১১-৪, ১১-৯, ১১-৭, ১১-৫ স্কোরে। ২৫ বছরের সৃজা খুব সহজেই জিতলেন প্রথম ম্যাচে। প্রথম গেমে সৃজা উড়িয়ে দেন সুইডিশ খেলোয়াড়কে। দ্বিতীয় গেমে ফেরার চেষ্টা করেছিলেন ক্রিস্টিনা। কিন্তু সৃজা হার মানেননি। হায়দরাবাদের খেলোয়াড় সাতটি গেমের মধ্যে প্রথম চারটি জিতে ম্যাচ জিতে নেন।

মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন মণিকা বাত্রা। প্রথম রাউন্ডে তিনি ৪-১ গেমে হারালেন গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সেকে। মণিকার পক্ষে ম্যাচের ফল ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১, ১১-৫।

হেরে গেলেন শরথ কমল। স্লোভেনিয়ার ডেনি কজুলের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। ৪-২ স্কোরে হেরে যান শরথ। ম্যাচের ফল কজুলের পক্ষে ১০-১২, ১১-৯, ১১-৬, ১১-৭, ৮-১১, ১২-১০।

হেরে গেলেন হরমিত দেসাই। ফ্রান্সের ফেলিক্স লেব্রানের কাছে পরাজিত হন তিনি। ৪-০ স্কোরে হেরে যান হরমিত। ফেলিক্সের পক্ষে ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ১১-৬, ১১-৮, ১১-৪।

ব্যাডমিন্টন

প্রত্যাশা মতোই জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন। ২১-৯, ২১-৬ ব্যবধানে তিনি হারালেন মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে।

PV Sindhu

পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

প্রথম ম্যাচে জয় পেলেন এইচএস প্রণয়। হারিয়ে দিলেন ফ্যাবিয়ান রথকে। ২১-১৮, ২১-১২ স্কোরে জিতলেন তিনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেলেন ভারতীয় শাটলার। পুরুষদের সিঙ্গলসে প্রণয়ের পরের ম্যাচ ৩১ জুলাই।

রোয়িং

কোয়ার্টার ফাইনালে উঠলেন বলরাজ পানওয়ার। রেপেশাজে ৭ মিনিট ১২.৪১ সেকেন্ড সময় নেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেন বলরাজ।

বক্সিং

মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে জিতলেন নিখাত জারিন। তিনি ৫-০ স্কোরে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন। জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজ়ারকে হারিয়ে দিলেন নিখাত।

সাঁতার

প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেল ভারতের দুই সাঁতারুর চ্যালেঞ্জ। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে শ্রীহরি নটরাজন ৩৩ নম্বরে শেষ করেন। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ বছরের দিনিধি দেসিঙ্গু শেষ করেছেন ২৩ নম্বরে।

টেনিস

প্রথম রাউন্ডেই হেরে গেলেন ভারতের সিঙ্গলস খেলোয়াড় সুমিত নাগাল। ফ্রান্সের কোরেন্টিন মৌতেতের বিরুদ্ধে হেরে গেলেন ২-৬, ৬-২, ৭-৫ গেমে। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই শেষে হার মানতে হল ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড়কে।

Advertisement
আরও পড়ুন