রুপোতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। ছবি পিটিআই
দরকার ছিল একটা জয়। তা-ও বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে। আশা জাগিয়েও শেষ ধাপে এসে আটকে গেলেন রবি দাহিয়া। পুরুষদের কুস্তিতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নেমেছিলেন রবি। শুরুতে জাভুর এগিয়ে গেলেও পাল্টা লড়াইয়ে ফিরে এসেছিলেন তিনি। প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন জাভুর।
কিন্তু দ্বিতীয়ার্ধে কৌশলের সামান্য বদলে রবির থেকে ম্যাচ ক্রমশ কেড়ে নিতে থাকেন রাশিয়ার কুস্তিগির। একসময় ২-৭ পিছিয়ে পড়েছিলেন রবি। সেখান থেকে লড়াই করে ৪-৭ করে দেন। তবে আগের ম্যাচের মতো শেষ মুহূর্তে কোনও চমক দিতে পারেননি তিনি। তাই এ বারের মতো রুপোতেই থেমে যেতে হল তাঁকে।
Ravi Kumar Dahiya is a remarkable wrestler! His fighting spirit and tenacity are outstanding. Congratulations to him for winning the Silver Medal at #Tokyo2020. India takes great pride in his accomplishments.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
What a valiant fight Ravi Kumar Dahiya put up in the final 👏👏
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
Even if he has come out on the losing side, the wrestler from #IND deserves credit for the grit he has displayed during his #Tokyo2020 stint 🙌#UnitedByEmotion | #StrongerTogether
Ravi Kumar Dahiya gave it his all but couldn't get the better of #ROC's Zavur Uguev. He loses the final bout 4-7.
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
But he has won the #SILVER medal for #IND 🙌#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion
কুস্তিতে এই নিয়ে ভারতের মোট সাতটি পদক হল। কিন্তু সোনার খরা ১৩ বছর পরেও কাটল না। শেষ বার অলিম্পিক্সে ব্যক্তিগত পদক এসেছিল শুটিংয়ে। ২০০৮ অলিম্পিক্সে যা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তার পর রবি আশা জাগিয়েছিলেন। সম্ভবত বৃহস্পতিবারের দিনটা তাঁর ছিল না।