মীরাবাই চানু ফাইল চিত্র
গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইম্ফলে গিয়ে অনুশীলন করতে হত ভারতের রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানুকে। সেই সময় কয়েকজন ট্রাক চালক তাঁকে নিয়ে যেতেন ইম্ফলে।
অলিম্পিক্সের মঞ্চে সাফল্য পেয়েই তাঁদের কথা তুলে ধরেন চানু। এবার সেই ট্রাক চালকদের খুঁজে বের করে পুরস্কৃত করলেন চানু ও তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার ট্রাক চালকদের পুরস্কৃত করেন তাঁরা। চানুর মা সাইখোম ওংবি টম্বি দেবীর চায়ের দোকানে চা খেতে আসতেন নদী থেকে বালি তুলতে আসা ট্রাক চালকরা। তখনই চানুকে ট্রাকে তুলে ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে পৌঁছে দিতেন তাঁরা।
শুরু থেকে ভারোত্তোলন করতেন না চানু। কুস্তিগির হতে চেয়েছিলেন তিনি। পরে নিজেকে ভারোত্তোলক হিসেবে গড়ে তোলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগে ভারতকে প্রথম পদক এনে দেন চানু।