Today’s Sports Events

একই দিনে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের ম্যাচ, প্রস্তুতির খবর, টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ

শনিবার আইএসএলে একই দিনে নামছে কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান। প্রস্তুতির সব খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। রয়েছে ইরানি কাপ, আইএসএল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৮:০৩
Graphical Representation

গ্রাফিক: সনৎ সিংহ।

শনিবার আইএসএলে একই দিনে নামছে কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান। তিন দলের প্রস্তুতির সব খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে ভারত। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড। রয়েছে ইরানি কাপ, আইএসএলের ম্যাচ।

Advertisement

একই দিনে খেলবে তিন বড় দল, বাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের প্রস্তুতির খবর

শনিবার আইএসএলে একই দিনে নামছে কলকাতার তিন বড় ক্লাব। রয়েছে কলকাতা ডার্বি। যুবভারতীতে মোহনবাগান খেলবে মহমেডানের সঙ্গে। ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। বিপক্ষে জামশেদপুর এফসি। তিন দলের প্রস্তুতির সব খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত, হরমনপ্রীতের দলের সামনে প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ড

গ্রাফিক: সনৎ সিংহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে ভারত। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে আরও একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

ইরানি কাপে আজ দ্বিশতরানের লক্ষ্যে বাংলার অভিমন্যু ঈশ্বরণ

ইরানি কাপে মুম্বইয়ের ৫৩৭ রানের ভাল জবাব দিচ্ছে অবশিষ্ট ভারত। তৃতীয় দিনের শেষে তারা ৪ উইকেটে ২৮৯ রান তুলেছে। দিনের নায়ক বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তিনি ১৫১ রানে উইকেটে। আজ চতুর্থ দিন দ্বিশতরান করতে পারবেন কি? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ

আইএসএলে আজ এফসি গোয়ার ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। দু’দলেরই তিন ম্যাচে চার পয়েন্ট। গোয়া শেষ ম্যাচে জিতেছে। নর্থইস্ট ড্র করেছে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement