—ফাইল চিত্র।
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আজ চতুর্থ দিন। চালকের আসনে বুমরার দল। ম্যাচ বাঁচাতে লড়ছেন কামিন্সেরা। ভারতের দরকার আর সাত উইকেট। অস্ট্রেলিয়ার চাই এখনও ৫২২ রান।
এ বারের আইপিএলের নিলাম আজ শেষ। কে কে নিলামে উঠবেন? কলকাতা কাদের জন্য ঝাঁপাবে? সব খবর। থাকছে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে শামির খেলা। রয়েছে আইএসএলের একটি ম্যাচও।
ভারতের চাই ৭ উইকেট, অসিদের চাই ৫২২ রান, তৃতীয় দিনের খেলা
চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চালকের আসনে যশপ্রীত বুমরার দল। ম্যাচ বাঁচাতে লড়ছেন প্যাট কামিন্সেরা। পার্থে জিততে ভারতের দরকার আর সাত উইকেট। অস্ট্রেলিয়ার চাই এখনও ৫২২ রান। আজ চতুর্থ দিনের খেলা সকাল ৭:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
আইপিএল নিলামের শেষ দিন, পন্থ, শ্রেয়সদের পর আকাশছোঁয়া দর উঠবে কাদের, সব খবর
আজ আইপিএল নিলামের শেষ দিন। বড় তারকারা প্রথম দিনই বিক্রি হয়ে গিয়েছেন। ঋষভ পন্থ, শ্রেয়স আসারদের আকাশছোঁয়া দর উঠেছে। আজ কে কে নিলামে উঠবেন? কলকাতা কাদের জন্য ঝাঁপাবে? শুরু বিকেল ৩:৩০ থেকে। নিলামের সব খবর।
মাঠে নামবেন শামি, ঘরোয়া টি২০ ক্রিকেটে বাংলার ম্যাচ
আইপিএলে ১০ কোটি টাকায় বিক্রি হয়েছেন মহম্মদ শামি। তিনি গিয়েছেন হায়দরাবাদে। আজ আবার মাঠে নামবেন বাংলার এই জোরে বোলার। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাকে খেলতে হবে হায়দরাবাদেরই বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।
আইএসএলে একটিই ম্যাচ, খেলবে হায়দরাবাদ-ওড়িশা
আইএসএলে আজও একটিই ম্যাচ। খেলবে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি। ওড়িশার আট ম্যাচে ৯ পয়েন্ট। হায়দরাবাদ এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে রয়েছে। হায়দরাবাদে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।