Ticket Checker

টিটিই-র তৎপরতায় বাঁচল প্রাণ

চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন এক টিকিট পরীক্ষক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারান বছর সত্তরের ওই যাত্রী।

Advertisement
সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৫৯

— প্রতীকী চিত্র।

চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন এক টিকিট পরীক্ষক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারান বছর সত্তরের ওই যাত্রী। তাঁকে ‘কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন’ (সিপিআর) দিয়ে প্রাণ বাঁচানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে অমৃতসর থেকে কাটিহারগামী আম্রপালি এক্সপ্রেসে। বিহারের একমা স্টেশন পেরোতেই ওই বৃদ্ধ আচমকা বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন এবং তাঁর শরীর অবশ হয়ে আসে। তিনি সংজ্ঞা হারানোয় কামরায় সহযাত্রীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। কামরায় উপস্থিত এক টিকিট পরীক্ষক (টিটিই) এসে হৃদ্‌রোগে আক্রান্ত বৃদ্ধকে সিপিআর দেওয়া শুরু করেন। কিছু ক্ষণের মধ্যেই তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এর পরে ছাপরা স্টেশনে তাঁকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেটিজ়েনরা ওই টিটিই-র ভূয়সী প্রশংসা করেছেন। পরে ভিডিওয়োটি রেল মন্ত্রকের তরফেও এক্স হ্যান্ডলে শেয়ার করা হয়। এরই মধ্যে কেউ কেউ ভুল পদ্ধতিতে সিপিআর দেওয়া নিয়ে ওই পরীক্ষকের সমালোচনাও করেছেন। যদিও রেল জানিয়েছে, ওই টিটিই-র তৎপরতাতেই রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন
Advertisement