Today’s Sports Events

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতের, টেনিসে মেয়েদের ফাইনাল, রঞ্জিতে বাংলা, আর কী কী

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারত। সিরিজ়‌ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁদের সামনে। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে নজর থাকবে। বাংলা-সহ তারকা ক্রিকেটাদের রঞ্জি ম্যাচ রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৬:২৫

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারত। সিরিজ়‌ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁদের সামনে। চেন্নাইয়ে হবে দ্বিতীয় ম্যাচ। এ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে নজর থাকবে। সেই খেলা শুরু দুপুরে। বাংলা-সহ তারকা ক্রিকেটাদের রঞ্জি ম্যাচ রয়েছে। থাকলে আইএসএলে গোয়ার ম্যাচও।

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত-ইংল্যান্ড

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় এক দিনের ম্যাচ শনিবার। সূর্যকুমার যাদবেরা সিরিজ়ে আরও এগিয়ে যাবেন? না কি সমতা ফেরাবে ইংরেজরা? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনাল, টানা তিন ট্রফি জয়ের পথে সাবালেঙ্কা, সামনে কিজ়‌

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মহিলাদের বিভাগে আগের দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এরিনা সাবালেঙ্কা। শনিবার জয়ের হ্যাটট্রিক করতে নামবেন তিনি। সামনে ম্যাডিসন কিজ়‌, যিনি চমকে দিয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেককে হারিয়ে। দুপুর ২টো থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

রঞ্জিতে বাংলা-হরিয়ানা ম্যাচের তৃতীয় দিন

রঞ্জি ট্রফিতে হরিয়ানার বোলিংয়ের সামনে অল্প রানেই গুটিয়ে গিয়েছে বাংলা। প্রথম ইনিংসে লিড নিতে পারেনি। শনিবার ম্যাচের তৃতীয় দিন। বাংলা কি পারবে হরিয়ানাকে চাপে ফেলতে? সকাল ৯.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে গোয়ার সঙ্গে খেলবে চেন্নাইয়িন এফসি

আইএসএলে ঘরের মাঠে গোয়া খেলতে নামবে চেন্নাইয়িনের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে মোহনবাগানের পয়েন্টের আরও কাছে এগিয়ে যাবে তারা। চেন্নাইয়িন কি পারবে গোয়ার পয়েন্ট কেড়ে সবুজ-মেরুনের সুবিধা করে দিতে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement
আরও পড়ুন