Today’s Sports Events

ছোটদের এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে নামছে ভারত, দেশের মাটিতে টেস্ট বাংলাদেশের, রয়েছে আইএসএলও

ছোটদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সোমবার সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতে পারবে? দেশের মাটিতে আবার টেস্ট সিরিজ় খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রঞ্জি ট্রফি এবং আইএসএলের ম্যাচও রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৬:৫৪

—ফাইল চিত্র।

ছোটদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সোমবার সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতে পারলে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখবে তারা। তিলক বর্মার দল কী করে সে দিকে নজর থাকবে।

Advertisement

ভারতের কাছে হারের পর দেশের মাটিতে আবার টেস্ট সিরিজ় খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মীরপুরে সেই টেস্টের দিকে সকলেরই নজর থাকবে। বাংলাদেশ কি জয়ে ফিরতে পারবে? পাশাপাশি রঞ্জি ট্রফি এবং আইএসএলের ম্যাচও রয়েছে।

ছোটদের এশিয়া কাপে আবার নামছে ভারত

এমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে শনিবার পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। তারা সোমবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবেন তিলক বর্মারা। ভারত সেমিফাইনালের দিকে এক পা রাখতে পারবে? সন্ধ্যা ৭টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে পারবেন নাজমুলরা?

গ্রাফিক: সনৎ সিংহ।

ভারত সফরে এসে একটিও ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টি দু’টি সিরিজ়ই হেরেছে। আবার ঘরের মাঠে খেলতে নামছে তারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট শুরু সকাল ৯.৩০টা থেকে। টিভি দেখা না গেলেও মোবাইলে ফ্যানকোড বা ওয়েবসাইটে খেলা দেখা যাবে।

রঞ্জি ট্রফিতে বাংলা-বিহার ম্যাচের চতুর্থ দিনের খেলা

রঞ্জি ট্রফিতে বাংলার দ্বিতীয় ম্যাচে এখনও একটিও বল খেলা হয়নি। কল্যাণীতে প্রথম তিনটি খেলাই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। চতুর্থ তথা শেষ দিন খেলা শুরু হলেও ফলাফলের সম্ভাবনা নেই। সকাল ৯.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ

আইএসএলে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর। সোমবার ঘরের মাঠে হায়দরাবাদকে হারাতে পারলে তারা আবার দ্বিতীয় স্থানে উঠে আসবে। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আরও পড়ুন
Advertisement