Today’s Sports Events

বক্সিং ডে টেস্টের আগে রোহিতদের খবর, ক্রিকেটে ভারত-বাংলাদেশ লড়াই, আর কী কী

২৬ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া পরের টেস্ট মেলবোর্নে। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিত-বিরাটেরা? আইএসএলে কাল নামছে মোহনবাগান। প্রতিপক্ষ গোয়া। রয়েছে মেয়েদের এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ, দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান এক দিনের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ব্রিসবেন টেস্টে হেরে যেতে পারত ভারত। বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে রোহিত শর্মার দলকে। ব্যাটিং নিয়ে বার বার ভুগতে হচ্ছে দলকে। ২৬ ডিসেম্বর থেকে পরের টেস্ট মেলবোর্নে। বক্সিং ডে টেস্টের আগে কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিত-বিরাটেরা?

Advertisement

আইএসএলে কাল আবার নামছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে দিমিত্রি পেত্রাতোসদের প্রতিপক্ষ গোয়া। আত্মতুষ্টিকে ভয় পাচ্ছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হারতে জিতেছে মোহনবাগান। আত্মতুষ্টি কাটাতে কী বলছেন কোচ? রয়েছে মেয়েদের এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ, দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান এক দিনের ম্যাচ।

বৃষ্টি বাঁচিয়েছে রোহিতদের, পরের টেস্টের আগে ভারতীয় দলের খবর

বৃষ্টির হাত ধরে কোনও মতে তৃতীয় টেস্ট ড্র করতে পেরেছে ভারত। ব্রিসবেনে পুরো খেলা হলে অস্ট্রেলিয়ার জেতার ভালই সম্ভাবনা ছিল। সে ক্ষেত্রে সিরিজ়ে পিছিয়ে প়ড়তেন রোহিত শর্মারা। মূলত ব্যাটিং চিন্তায় রেখেছে ভারতকে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু চতুর্থ টেস্ট। সব খবর।

শীর্ষে থাকা মোহনবাগানের পরের খেলা গোয়ার সঙ্গে, পেত্রাতোসদের প্রস্তুতির খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

টানা চার ম্যাচ জয়, পয়েন্ট তালিকায় শীর্ষে। আইএসএলে তরতর করে এগোচ্ছে মোহনবাগান। তবু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ম্যাচে সবুজ-মেরুনের খেলায় বেশ কিছু ফাঁক ধরা পড়েছে। কোচ মোলিনা সেটা স্বীকারও করে নিয়েছেন। কাল আবার পরীক্ষা পেত্রাতোসদের। অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানকে খেলতে হবে গোয়ার সঙ্গে। কেমন ভাবে তৈরি হচ্ছে বাগান?

ক্রিকেটে ভারত বনাম বাংলাদেশ, মেয়েদের এশিয়া কাপের খেলা

মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। সুপার ফোর পর্বের খেলা এটি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হচ্ছে প্রতিযোগিতা। কুয়ালা লামপুরে খেলা শুরু সকাল ৭টা থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। নেপাল মুখোমুখি শ্রীলঙ্কার। খেলা শুরু সকাল ১১:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জয়ের লক্ষ্যে নামছে পাকিস্তান

আজ দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতে পাকিস্তান ১-০ ফলে এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিতলেই সিরিজ় জিতে যাবেন মহম্মদ রিজ়ওয়ান-বাবর আজ়মেরা। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement
আরও পড়ুন