Today’s sports events

আইএসএলের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান, কেমন হচ্ছে ইস্টবেঙ্গলের প্রস্তুতি, থাকছে দলীপ ট্রফিও

শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। প্রথম দিনই নামছে মোহনবাগান। তারা জিতে অভিযান শুরু করতে পারবে? ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসি-র দিকে নজর থাকবে। রয়েছে দলীপ ট্রফির খেলা। রাতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪০
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। প্রথম দিনই নামছে গত বারের লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। সবুজ-মেরুন কি জিতে অভিযান শুরু করতে পারবে?

Advertisement

পরের দিন নামছে ইস্টবেঙ্গলও। তাদের খেলা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। লাল-হলুদের প্রস্তুতির দিকে নজর থাকবে। একই সঙ্গে রয়েছে দলীপ ট্রফির খেলা। রাতে রয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও।

আইএসএলের শুরুতে মোহনবাগান বনাম মুম্বই

শুক্রবার শুরু হচ্ছে আইএসএলের নতুন মরসুম। প্রথম দিনই খেলতে নামছে গত বারের লিগ-শিল্ড জয়ী দল মোহনবাগান এবং আইএসএলের কাপ জয়ী দল মুম্বই সিটি এফসি। গত বার লিগ-শিল্ডে হারের বদলা নিতে পারবে মুম্বই? নাকি কাপের ফাইনালে হারের বদলা নেবে মোহনবাগান? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

শনিবার নামছে ইস্টবেঙ্গল, প্রথম ম্যাচের আগে কী ভাবে প্রস্তুত হচ্ছে লাল-হলুদ?

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

মোহনবাগানের পরের দিনই ইস্টবেঙ্গল নামছে আইএসএলে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে লাল-হলুদ। প্রথম ম্যাচে জয়ের দিকেই চোখ রয়েছে ইস্টবেঙ্গলের। কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে এ বার কি শুরুটা ভাল হবে? ইস্টবেঙ্গলের প্রস্তুতির খবরে নজর থাকবে।

দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন

দলীপ ট্রফির দ্বিতীয় দিনে ব্যাট করতে নামার সম্ভাবনা রিঙ্কু সিংহ, শ্রেয়স আয়ারদের। প্রথম দিনের খেলার পর বোঝা গিয়েছে, কোনও দলের কাছেই এই ম্যাচ সহজ হবে না। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

ট্রেভিস হেডের ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরাতে পারবে ইংল্যান্ড? রাত ১১টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement