—ফাইল চিত্র।
রাত পোহালেই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ব্রিসবেনে কাল ভোরে খেলা শুরু। দুই দলের সব খবর। আইএসএলে আজ মুখোমুখি জামশেদপুর ও পঞ্জাব। এই ম্যাচে পঞ্জাব জিতলে মোহনবাগান ও বেঙ্গালুরুর সঙ্গে মাত্র ২ পয়েন্টের তফাতে চলে আসবে। থাকছে আইপিএলের খবর, দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ।
ভোর হলেই ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু
রাত পোহালেই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ব্রিসবেনে কাল ভোরে খেলা শুরু। সিরিজ়ের ফল এখন ১-১। পার্থে প্রথম টেস্টে জেতার পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে খেলা শুরুর আগের দিনই রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন, তিনি মি়ড্ল অর্ডারে নামবেন। এই টেস্টে রোহিত কত নম্বরে নামবেন? আজই কি জানিয়ে দেবে ভারতীয় দল? সব খবর।
আইএসএলে পঞ্জাবের খেলা, মোহনবাগান, বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে পারবে?
আইএসএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি জামশেদপুর ও পঞ্জাব। এই ম্যাচে পঞ্জাব জিতলে মোহনবাগান ও বেঙ্গালুরুর সঙ্গে মাত্র ২ পয়েন্টের তফাতে চলে আসবে। মোহনবাগানের ১০ ম্যাচে ২৩ এবং বেঙ্গালুরুর ১১ ম্যাচে ২৩ পয়েন্ট। পঞ্জাব ন’ম্যাচে ১৮ পয়েন্টে রয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং হটস্টার অ্যাপে।
আইপিএলে চলছে বিভিন্ন দলের প্রস্তুতি, সব খবর
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি চলছে বিভিন্ন দলের আইপিএলের প্রস্তুতিও। সকলের আগে অনুশীলন শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। কেমন ভাবে প্রস্তুত হচ্ছে দলগুলি, সব খবর।
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
আজ দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ়ে আজ জিততে না পারলে সিরিজ় হারবে পাকিস্তান। খেলা শুরু রাত ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।