Today’s Sports Events

হারের ধাক্কা সামলানো যায়নি, ভারতীয় ক্রিকেটে বাড়ছে বিতর্ক, সব খবর, থাকছে ডার্বির খবর

হারের ধাক্কা সামলানোর আগেই ভারতীয় ক্রিকেটে বাড়ছে বিতর্ক। থাকছে সব খবর। শনিবার কলকাতা ডার্বি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রস্তুতির খবর। থাকছে আইএসএলে গোয়া-হায়দরাবাদ ম্যাচ এবং নিউ জ়িল্যান্ড-শ্রীলঙ্কার এক দিনের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৬:২৪

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হারের ধাক্কা সামলানোর আগেই ভারতীয় ক্রিকেটে বাড়ছে বিতর্ক। প্রশ্ন উঠছে রোহিত, কোহলি, ঋষভদের নিয়ে। কোচ গম্ভীরকে নিয়েও সমালোচনা কম হচ্ছে না। থাকছে ভারতীয় ক্রিকেটের বিতর্কের সব খবর।

Advertisement

শনিবার কলকাতা ডার্বি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রস্তুতির সব খবর। থাকছে আইএসএলে গোয়া বনাম হায়দরাবাদ ম্যাচ এবং নিউ জ়িল্যান্ড ও শ্রীলঙ্কার এক দিনের ম্যাচ।

ভারতীয় ক্রিকেটে বিতর্ক বেড়েই চলেছে, এ বার নতুন কোন ঝড়়?

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ় হারতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। প্রশ্ন উঠেছে, রোহিত শর্মা, বিরাট কোহলির কি অবসর নেওয়া উচিত? কোচ গৌতম গম্ভীরকে নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি না বুঝে দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য সমালোচিত হয়েছেন ঋষভ পন্থও। থাকছে ভারতীয় ক্রিকেটের বিতর্কের সব খবর।

যুবভারতীতে খেলা না হলেও কলকাতা ডার্বি নিয়ে উৎসাহ কম নেই, দুই দলের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তিন দিন পর কলকাতা ডার্বি। এ বার আইএসএলের দ্বিতীয় দফার মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ কলকাতায় হচ্ছে না। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। যুবভারতীতে ডার্বি না হলেও এই ম্যাচ নিয়ে উৎসাহ-উদ্দীপনা আগের মতোই রয়েছে। কী ভাবে প্রস্তুত হচ্ছে দুই দল? সবুজ-মেরুন এবং লাল-হলুদের সব খবর।

আইএসএলে বেঙ্গালুরুকে টপকে যাবে গোয়া? বিপক্ষে হায়দরাবাদ

আইএসএলে আজ একটি ম্যাচ। খেলবে এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি। গোয়া নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। ১৩ ম্যাচে গোয়ার পয়েন্ট ২৫। বেঙ্গালুরুর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট। শীর্ষে থাকা মোহনবাগান ১৪ ম্যাচ খেলে ৩২ পয়েন্টে রয়েছে। হায়দরাবাদের ১৪ ম্যাচে ৮ পয়েন্ট। তারা সবার শেষে থাকা মহমেডানের থেকে এক ধাপ উপরে রয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ

আজ নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে কিউয়িরা। আজ জিতলে তিন ম্যাচের সিরিজ় জিতে নেবে তারা। শ্রীলঙ্কার সামনে সিরিজ়ে টিকে থাকার লড়াই। খেলা শুরু ভোর ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে।

Advertisement
আরও পড়ুন