Today’s Sports Events

তৃতীয় দিনই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট শেষ? আইএসএলে মোহনবাগানের খেলা, এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বৈভবেরা

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ব্যাকফুটে ভারত। আজ তৃতীয় দিনই কি খেলা শেষ হয়ে যাবে? আইএসএলে রয়েছে মোহনবাগানের খেলা। ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত-বাংলাদেশ ফাইনাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮

—ফাইল চিত্র।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ব্যাকফুটে ভারত। ইনিংস হার এড়াতে এখনও ২৯ রান দরকার রোহিত শর্মার দলের, হাতে ৫ উইকেট। আজ তৃতীয় দিনই কি খেলা শেষ হয়ে যাবে?

Advertisement

আইএসএলে রয়েছে মোহনবাগানের খেলা। বিপক্ষে নর্থইস্ট ইউনাইটেড। ছোটেদর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারবে ভারত? আজ ফাইনালে লড়াই বাংলাদেশের সঙ্গে। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, চেলসির খেলা এবং দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ও ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড টেস্ট।

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাবে?

দিন-রাতের টেস্টে প্রবল চাপে ভারত। ইনিংসেও হারের সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার দলের। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ১২৮ রান তুলেছে। ইনিংস হার এড়াতে এখনও ২৯ রান দরকার, হাতে ৫ উইকেট। আজ তৃতীয় দিনই কি খেলা শেষ হয়ে যাবে? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আইএসএলে মোহনবাগানের খেলা, অ্যাওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে শীর্ষ স্থানে থাকা মোহনবাগানের আজ নিজেদের অবস্থান মজবুত করার ম্যাচ। খেলতে হবে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। গুয়াহাটিতে খেলা। জিতলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট হবে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসদের। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ছোটদের এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ

আজ বৈভব সূর্যবংশীদের সামনে এশিয়াসের হওয়ার সুযোগ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত মুখোমুখি বাংলাদেশের। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। অন্য দিকে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। আজ কারা জিতবে? খেলা শুরু সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, চেলসির খেলা, রয়েছে চার ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আর্সেনাল এবং চেলসির খেলা। আর্সেনাল খেলবে ফুলহ্যামের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। চেলসি মুখোমুখি টটেনহ্যামের। খেলা রাত ১০টা থেকে। এছাড়াও রয়েছে লিস্টার সিটি-ব্রাইটন এবং ইপসউইচ-বোর্নমাউথ ম্যাচ। এই দু’টি ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

চলছে আরও দু’টি টেস্ট ম্যাচ, সব খবর

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ছাড়াও চলছে আরও দু’টি টেস্ট। আজ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিন। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে। ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন