যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন যশপ্রীত বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। তিন ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। মাত্র ৪৫ রান দিয়েছেন। সুপার ৮-এর আগেও অনুশীলনে নিজেকে উজাড় করে দিলেন বুমরা।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে অনুশীলনে আগুনের গতিতে বল করলেন বুমরা। ভারতীয় পেস আক্রমণের অনেকটাই নির্ভর করে তাঁর বোলিংয়ের উপর। বুমরার চার ওভারে অনেক কিছু বদলে যায়। তাই নিজেকে তৈরি রাখছেন তিনি। অনুশীলনের একটি ভিডিয়ো বুমরা সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে শুধু বোলিং নয়, ফিল্ডিং অনুশীলন করতেও দেখা যাচ্ছে ভারতীয় পেসারকে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে গান শুনতে শুনতে অনুশীলনে এলেন বুমরা। তার পরেই বোলিং এবং ফিল্ডিং অনুশীলন। ৩০ বছরের এই পেসারকে দেখা গেল রিঙ্কু সিংহের সঙ্গে কথা বলতে। সেই ভিডিয়োটিতে সূর্যকুমার যাদব লেখেন, “বুম বুম বুমরা।”
পাকিস্তানের বিরুদ্ধে তিনটি উইকেট নেন বুমরা। যা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ম্যাচের সেরাও হন বুমরা। মহম্মদ রিজ়ওয়ান, বাবর আজ়ম এবং ইফতিখর আহমেদের উইকেট তুলে নেন তিনি। ৬ রানে ম্যাচ জেতে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’উইকেট নিয়েছিলেন বুমরা। আমেরিকার বিরুদ্ধে উইকেট না নিলেও বেশি রান দেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে উইকেট নেওয়ার লক্ষ্যে বুমরা।