প্যাট কামিন্স। ছবি: আইসিসি।
ইতিহাস তৈরি করলেন প্যাট কামিন্স। বাংলাদেশের পর আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বিধ্বংসী ফর্মে দেখা যাচ্ছে কামিন্সকে। তাঁর বল সামলাতে পারছেন না প্রতিপক্ষ দলের ব্যাটারেরা। পর পর দু’ম্যাচে হ্যাটট্রিক করার বিরল নজির তৈরি করলেন অস্ট্রেলিয়ার টেস্ট এবং এক দিনের ক্রিকেটের অধিনায়ক।
রবিবার আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে জ্বলে উঠলেন বল হাতে। আফগান ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে কামিন্স আউট করেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে। সেটি ছিল তাঁর তৃতীয় ওভার। ২০তম ওভারেও কামিন্সের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সে সময় আফগানিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৪১। ওভারের প্রথম দু’বলে কামিন্স আউট করেন করিম জানাত এবং গুলবাদিন নাইবকে। অর্থাৎ নিজের পর পর তিন বলে ৩টি উইকেট তুলে নেন কামিন্স। সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। এর আগে বাংলাদেশের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিলেন। সেই ম্যাচে পর পর তিন বলে আউট করেছিলেন মাহমুদুল্লাহ, মাহেদি হাসান এবং তৌহিদ হৃদয়কে।
কামিন্স হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসাবে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি। শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা, নিউ জ়িল্যান্ডের টিম সাউদি এবং মালটার ওয়াসিম আব্বাসের দু’টি করে হ্যাটট্রিক রয়েছে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে।