টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে শিবির ছেড়ে বাড়ি চলে গিয়েছেন রোমারিয়ো শেফার্ড। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলেননি ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। এক দিন পরই সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ম্যাচ ২০ জুন। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান আয়োজকদের শিবিরে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকা শেফার্ড বাড়ি গিয়েছেন পারিবারিক কারণে। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি চেয়েছিলেন শেফার্ড। মানবিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে তাঁর ছুটি মঞ্জুর করেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, ‘‘শেফার্ড বাড়ি গিয়েছে। ওর স্ত্রী টিয়া টেরেন্সিয়া জোসেফ দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ওদের আগের একটি ছেলে রয়েছে। তার নাম রোমাউলডো শেফার্ড। এই সময় পরিবারের পাশে থাকার জন্যই ছুটি নিয়েছে ও। আমরা অনুমতি দিয়েছি। পরিবার সব সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দলের সবাই খুব খুশি।’’ ওয়েস্ট ইন্ডিজ় শিবির সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের দিকে আবার দলের সঙ্গে যোগ দেবেন শেফার্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে।
আফগানিস্তানের বিরুদ্ধে শেফার্ডের পরিবর্ত হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম একাদশে আসেন জোরে বোলার ওবেড ম্যাককয়। এ ছাড়াও রোস্টন চেজের পরিবর্তে প্রথম একাদশে আসেন সাই হোপ।