প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি অর্ধশতরান করার নজির গড়লেন বিরাট কোহলী। ফাইল চিত্র।
পাকিস্তানের কাছে রবিবার ১০ উইকেটে হেরে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। কিন্তু লজ্জার হারের ম্যাচেও বিরাট কোহলী তিনটি কীর্তি তৈরি করেছেন।
কোহলী ৪৯ বলে ৫৭ রান করেন। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি অর্ধশতরান করার নজির গড়লেন তিনি। রবিবারের ম্যাচের আগে পর্যন্ত এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক। রবিবার অর্ধশতরান করে গেলকে টপকে গেলেন তিনি।
ভারতের প্রথম অধিনায়ক হিসেবেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশতরান করলেন কোহলী। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর কোনও অর্ধশতরান নেই।
আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে মোট রানেও নজির গড়েছেন কোহলী। তিনিই প্রথম ব্যাটার হিসেবে আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ৫০০ রানের মাইলফলকে পৌঁছলেন। এ ক্ষেত্রে কোহলীর গড় ১০০-র উপর। একটি শতরান, চারটি অর্ধশতরান রয়েছে তাঁর।
আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ৪০০ রানও কারও নেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা অনেক পিছনে রয়েছেন। তাঁর রান ৩২৮। এরপর ৩২১ রান করে তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।