saina nehwal

Saina Nehwal: ভারতীয় সমাজে এই ভাষায় কথা বলা যায় না, সিদ্ধার্থকে সতর্ক করে দিলেন সাইনার বাবা

সাইনার বাবা বলেন, এই অভিনেতাকে চিনি না। উনি যে ভাষা ব্যবহার করেছেন, তা একজন মেয়ের জন্য অবমাননাকর। ওঁর অন্য ভাবে বলা উচিত ছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২৩:৩৬
বিতর্কের রেশ বেড়েই চলেছে

বিতর্কের রেশ বেড়েই চলেছে ফাইল চিত্র।

অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে তোপ দাগলেন সাইনা নেহওয়ালের বাবা হরভীর সিংহ। সাইনার একটি টুইটের উত্তর দিতে গিয়ে রং দে বাসন্তী খ্যাত অভিনেতা নারীদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। সিদ্ধার্থকে সতর্ক করে দিয়েছেন হরভীর।

সাইনার বাবা বলেন, ‘‘এই অভিনেতাকে আমি চিনি না। উনি যে ভাষা ব্যবহার করেছেন, তা একজন মেয়ের জন্য অবমাননাকর। ওঁর অন্য ভাবে বলা উচিত ছিল। ভারতীয় সমাজে এই ভাষায় কথা বলা যায় না। বিশেষ করে এমন একজন মেয়ের বিরুদ্ধে যে দেশের হয়ে ট্রফি জিতেছে, তার বিরুদ্ধে এই ভাষায় কথা বলা যায় না।’’

Advertisement

আপাতত সাইনা ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলছেন। হরভীর বলেন, ‘‘এখনও ওর সঙ্গে দেখা হয়নি। কারণ ও ইন্ডিয়ান ওপেনে খেলছে। কথা হয়েছে। ওকে বলেছি, এ সব নিয়ে না ভাবতে। মানুষ যা বিচার করার করবে।’’

সিদ্ধার্থের বিরুদ্ধে তোপ দাগলেন সাইনা নেহওয়ালের বাবা হরভীর সিংহ।

সিদ্ধার্থের বিরুদ্ধে তোপ দাগলেন সাইনা নেহওয়ালের বাবা হরভীর সিংহ।

গত ৫ জানুয়ারি পঞ্জাবে গিয়ে কৃষকদের বিদ্রোহে আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দিল্লি ফিরে যান। এই ঘটনার পরেই সাইনা টুইট করেন, ‘যদি তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়, তা হলে কোনও দেশ নিজেদের নিরাপদ বলতে পারে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে যে আক্রমণ করা হয়েছিল তার তীব্র ভাষায় নিন্দা করি।’

এই টুইটেরই উত্তর দিতে গিয়ে সিদ্ধার্থ যা লেখেন তা ‘রুচিহীন’ বলে বর্ণনা করেছেন খ্যাতনামী থেকে সাধারণ মানুষ।

এ ব্যাপারে মহারাষ্ট্র ডিজিপি-কে একটি এফআইআর দায়ের করে আইনি ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মহিলা কমিশন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন