সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদ থেকে পিবি সেলিমকে (বাঁ দিকে) সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মোশারফ হোসেনকে (ডান দিকে)। —ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান বদল করল নবান্ন। পিবি সেলিমের দায়িত্ব কমিয়ে দেওয়া হল। ওই পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেনকে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন সেলিম নিজেই।
রাজ্যের সংখ্যালঘু দফতরের প্রধান সচিব সেলিম। এত দিন তিনি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান হিসাবেও অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে সেখানে কয়েকটি বদলের কথা বলা হয়েছে। প্রাক্তন কমিটি থেকে প্রায় সকলকেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে। এই পরিবর্তনগুলির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।
কেন এই পরিবর্তন? সংখ্যালঘু দফতর সূত্রে খবর, সেলিমের দায়িত্ব বেশি হয়ে গিয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাই এই বদল আনা হল সংখ্যালঘু বিত্ত নিগমে। তাঁর স্থানে নিগমের চেয়ারম্যান করে আনা হল উত্তরবঙ্গের সংখ্যালঘু নেতা তথা বিধায়ককে। এর নেপথ্যে রাজনৈতিক অঙ্ক রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
নতুন দায়িত্ব পেয়ে মোশারফ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন করতে আমি অলিতেগলিতে যেতে চাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নিজেও অনেক পদক্ষেপ করেছেন। তবে আরও কিছু কাজ বাকি আছে। তাই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’’