India-Pakistan

বিশ্বকাপ ক্রিকেটের আগে পাকিস্তানের জাতীয় দলকে ভারতের আমন্ত্রণ! দূরত্ব কি কমছে?

এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে পিসিবি দল পাঠাবে কিনা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের উপর। যদিও পাকিস্তানের অন্য একটি দলকে আমন্ত্রণ জানাল ভারত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৭:৩৭
Pictute of ICC ODI WC Trophy

এক দিনের বিশ্বকাপের আগে পাকিস্তানের একটি জাতীয় দলকে ভারতে খেলতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। —ফাইল ছবি।

চেন্নাইয়ে বসতে চলেছে এশীয় হকির বড় আসর। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের জাতীয় হকি দলকে আমন্ত্রণ জানাল হকি ইন্ডিয়া। প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান-সহ ছ’টি দেশ অংশগ্রহণ করবে।

১৫ বছর পর চেন্নাইয়ে হচ্ছে বড় মাপের আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা। আগামী ৩ থেকে ১২ অগস্ট হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতায় পাকিস্তানকে খেলতে দেওয়ার জন্য আগেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ভারতের হকি কর্তারা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান এবং চিনের। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ জানিয়েছেন, প্রতিটি দেশকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement

পাকিস্তান দল যাতে নিশ্চিন্তে ভারতে খেলতে আসতে পারে, তা নিশ্চিত করতে চাইছেন ভারতের হকি কর্তারা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ় নয়। বহুদলীয় প্রতিযোগিতা। এমন ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রের ভারত-পাকিস্তানের জাতীয় দলের অংশগ্রহণের ক্ষেত্রে নীতিগত আপত্তি নেই কেন্দ্রের। পাকিস্তানের হকি খেলোয়াড় এবং দলের অন্য সদস্যদের ভিসা পেতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে হকি ইন্ডিয়া। ভোলানাথ বলেছেন, ‘‘এটা কোনও নতুন প্রতিযোগিতা নয়। এশিয়ার সেরা ছ’টি দল অংশগ্রহণ করে। তাই পাকিস্তানের ব্যাপারে অনুমতি পেতে অসুবিধা হওয়ার কথা নয়।’’

আসন্ন এশিয়ান গেমসের আগে এই প্রতিযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এশিয়ার হকি নিয়ামক সংস্থা। কারণ এশিয়ান গেমস চ্যাম্পিয়ন দল অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করে। পাকিস্তানের সিনিয়র হকি দল শেষ বার ভারতের মাটিতে খেলেছিল ২০১৮ সালে। সে বার ভুবনেশ্বরে বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। ২০২১ সালে হকির জুনিয়র বিশ্বকাপেও দল পাঠিয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের হকি দলকে স্বাগত জানাতে প্রস্তুত তামিলনাড়ু সরকারও। রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্টালিন আশ্বাস দিয়েছেন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এলে পাকিস্তান দলকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হবে। পাকিস্তান এবং ভারতের হকি সংস্থার সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা করবে তামিলনাড়ু সরকার।

পাকিস্তান ভারতে হকি দল পাঠাবে কিনা, তা নির্ভর করতে পারে এক দিনের ক্রিকেট বিশ্বকাপের উপর। আগামী অক্টোবরে ভারতে হবে এক দিনের বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপ খেলতে বাবর আজ়মদের না পাঠায়, তা হলে পাকিস্তান হকি ফেডারেশনকেও ভাবতে হবে। ক্রিকেট দল না এলে হকি দল পাঠালে প্রশ্ন উঠতে পারে।

পাকিস্তানের মর্যাদাহানীর অভিযোগ উঠতে পারে হকি সংস্থার বিরুদ্ধে। তাই হকি ইন্ডিয়ার আমন্ত্রণ পেয়েও কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে তারা। নয়াদিল্লির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন পাকিস্তানের হকি কর্তারা।

ভারত-পাকিস্তান রাজনৈতিক জটিলতার প্রভাব খেলার মাঠে নতুন নয়। ২০১৩ সালের পর দ্বিপাক্ষিক কোনও সিরিজ়ে মুখোমুখি হয়নি দু’দেশের ক্রিকেট দল। ২০১৯ সালে ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই হয়েছিল কাজ়াখস্তানে। যদিও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী হকি ইন্ডিয়া, স্থানীয় আয়োজকরা এবং তামিলনাড়ু সরকার।

Advertisement
আরও পড়ুন