নীরজ চোপড়া। ফাইল চিত্র
আবার জ্বর। হাসপাতালে ভর্তি করাতে হল নীরজ চোপড়াকে। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী এই অ্যাথলিট পানিপথে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার পানিপথে নীরজের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই মঞ্চ থেকে নেমে যান। তাঁর বন্ধু ও পরিবারের তরফ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে পানিপথ আসতে নীরজের ছয় ঘণ্টা লেগে যায়। তীব্র গরমে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। টোকিয়ো থেকে ফেরার পর নানা অনুষ্ঠানে যেতে হচ্ছে নীরজকে। মনে করা হচ্ছে, সেই ধকল আর নিতে পারছেন না। এর জন্যই অসুস্থ হয়ে পড়ছেন বারবার।
কয়েক দিন আগেও তাঁর জ্বর এসেছিল। করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁর যোগদানও অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই অনুষ্ঠানে যান।
টোকিয়ো অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে সোনা জেতেন নীরজ। জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে ভারতকে সোনার পদক এনে দিয়েছেন তিনি।