বিরাট কোহলী ও মাইকেল হোল্ডিং টুইটার
বিরাট কোহলীর সঙ্গে ভিভ রিচার্ডসের মিল খুঁজে পেলেন মাইকেল হোল্ডিং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বিরাটের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবার মাঠের ভেতরে তাঁর মেজাজ নিয়ে প্রশ্ন তুললেন হোল্ডিং। তিনি মনে করেন মেজাজ কিছুটা নিয়ন্ত্রণে আনা উচিত ভারত অধিনায়কের।
মাঠের মধ্যে বিরাট অনেক বেশি আগ্রাসী, এমনটাই মনে করেন তিনি। হোল্ডিং বলেন, ‘‘বিরাট হৃদয় দিয়ে খেলে। ও এমন একজন, যে নিজের অনুভূতি সরাসরি দেখিয়ে দেয়। আমার মনে হয় ও অনেক বেশি আগ্রাসী।’’
হোল্ডিং-এর মতে, আগ্রাসনের দিক থেকে বিরাট অনেকটা ভিভ রিচার্ডসের মতো। ভিভের সঙ্গে তুলনা করে হোল্ডিং বলেন, ‘‘এই বিষয়ে বিরাট অনেকটা ভিভের মত। মাঠে ভিভ মাঝে মধ্যেই খুব আগ্রাসী হয়ে যেত। দুজনের ব্যক্তিত্ব একইরকম। একটু শান্ত হলে আরও ভাল করতে পারে বিরাট। দলের স্বার্থে নিজেকে শান্ত করা উচিত ওর। বিরাটের এই আচরণের ফলে দলের অনেকেই চাপে থাকে।’’
🤣 😍 😀 🙄 🙃 😠
— ICC (@ICC) June 23, 2021
The many faces of Virat Kohli!
Which one will we have at the end of play today? 👀#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/Y0USGOFuhg