আলেকসান্দ্রা গোরিয়াচকিনা (বাঁ দিকে) এবং ম্যাগনাস কার্লসেন। ছবি: সংগৃহীত।
টাটা স্টিল দাবায় র্যাপিড রাউন্ড শেষ হল শুক্রবার। ওপেন বিভাগে সবার আগে শেষ করলেন ম্যাগনাস কার্লসেন। পাঁচ বছর আগে প্রথম বার খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ফিরে আবারও জিতে নিলেন র্যাপিড বিভাগ। মেয়েদের বিভাগে জিতেছেন আলেকসান্দ্রা গোরিয়াচকিনা।
বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেন শুক্রবার নিখুঁত পারফরম্যান্স উপহার দিয়েছেন। সপ্তম রাউন্ডে হারান ভিনসেন্ট কেমারকে। অষ্টম রাউন্ডে দানিল দুবভকে হারানোর পর নবম তথা শেষ রাউন্ডে ড্র করেন নোদিরবেক আবদুসাত্তারভের বিরুদ্ধে। সর্বোচ্চ ৯ পয়েন্টের মধ্যে ৭.৫ পয়েন্ট পেয়ে জেতেন তিনি।
৫.৫ পয়েন্ট নিয়ে কার্লসেনের পরে শেষ করেছেন প্রজ্ঞানন্দ। তাঁর এবং ওয়েলসি সোর পয়েন্ট একই। তবে টাইব্রেকারে ভাল স্কোরের কারণে প্রজ্ঞানন্দ দ্বিতীয় স্থানে।
মহিলা বিভাগে আলেকসান্দ্রা এ দিনও দাপট দেখিয়েছেন। তাঁর পয়েন্ট ৭.৫। এ দিন ভারতের কোনেরু হাম্পির সঙ্গে ড্র করেন। এর পর দিব্যা দেশমুখ এবং ভ্যালেন্টিনা গুনিনাকে হারিয়ে সবার আগে শেষ করেন। জর্জিয়ার নানা দাগনিজে (৫.৫) দ্বিতীয় স্থানে শেষ করেছেন। ভারতের বন্তিকা আগরওয়াল (৫) তৃতীয় স্থানে। শনিবার থেকে শুরু হবে ব্লিৎজ রাউন্ড।