— প্রতীকী চিত্র।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে ধরা পড়ল আন্তঃরাজ্য গরু পাচারচক্রকারীরা। গ্রেফতার করা হল মোট ৮ জনকে।
পুলিশ সূত্রের খবর, গত ২০ অক্টোবর রাতে কালনা শহরে এক জনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। দুষ্কৃতীরা যখন রাতের অন্ধকারে একটি পিকআপ ভ্যানে করে গরুটিকে নিয়ে পালাচ্ছিল, তখন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার তাদের দেখেন। তিনি সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই ওই গাড়িটিকে ধাওয়া করে পুলিশের গাড়ি। অভিযোগ, রাস্তায় এক পুলিশকর্মী গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাঁকে ধাক্কা মারার চেষ্টা করে ‘গরুচোরেরা’। এমনকি, পুলিশকর্মীদের দিকে ঢিল ছোড়া হয়। তাতে একাধিক পুলিশকর্মী জখম হন। তার পর গার্ডওয়াল ভেঙে পালায় গাড়িটি। শেষ পর্যন্ত জামনা সেতুর কাছে গাড়ি ফেলে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তেরা। ওই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ‘গরুচোরদের’ একটি জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর ফলে আন্তঃরাজ্য গরু চুরির এব পাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ নিয়ে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কালনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই হরিয়ানার বাসিন্দা।’’