মেসি এবং রোনাল্ডো।
ফুটবলপ্রেমীদের জন্য শনিবার দিনটা যে মুখরোচক হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। একইদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কঠিন ম্যাচে নামতে চলেছেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে নামছে মেসির আর্জেন্টিনা। রোনাল্ডোর পর্তুগাল রাত সাড়ে ন’টায় খেলবে জার্মানির বিরুদ্ধে।
শনিবার মেসিদের প্রতিপক্ষ লুই সুয়ারেসের দল। উরুগুয়ে বরাবরই আর্জেন্তিনার কাছে কঠিন গাঁট। প্রায় পাঁচ বছর আগে শেষ বার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্তিনা। শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯-এর নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্তিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিযোগিতায় এটাই প্রথম ম্যাচ হতে চলেছে উরুগুয়ের।
জার্মানির বিরুদ্ধে পর্তুগাল বরং অনেক আত্মবিশ্বাসী হয়ে নামছে। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন রোনাল্ডো। তিনি নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী। মাঠ এবং মাঠের বাইরের ঘটনা— দুই মিলিয়েই সম্প্রতি শিরোনামে রোনাল্ডো। অন্যদিকে, জার্মানি প্রথম ম্যাচে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে। পর্তুগালের বিরুদ্ধে হারলে ইউরো কাপের শেষ ষোলোয় ওঠা প্রচণ্ডই কঠিন হয়ে যাবে।