ATK Mohunbagan

ইস্টবেঙ্গলের হাত ধরে শেষ চারে এটিকে মোহনবাগান

এসসি ইস্টবেঙ্গল প্রতিপক্ষ হায়দরাবাদের সঙ্গে ড্র করতেই, শেষ চার আরও আগে নিশ্চিত করে ফেললো এটিকে মোহনবাগান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৪
শেষ চার নিশ্চিত করে ফেললেন রয় কৃষ্ণরা।

শেষ চার নিশ্চিত করে ফেললেন রয় কৃষ্ণরা। ফাইল চিত্র

রয় কৃষ্ণ, মনবীর সিংহরা চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছেন। ফলে সবুজ মেরুনের প্লে-অফে যাওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তবে এটাও ঠিক যে শুক্রবার রাতে এসসি ইস্টবেঙ্গল তাদের প্রতিপক্ষ হায়দরাবাদের সঙ্গে ড্র করতেই, শেষ চার আরও আগে নিশ্চিত করে ফেললো এটিকে মোহনবাগান।

Advertisement
লিগ তালিকার বর্তমান অবস্থান।

লিগ তালিকার বর্তমান অবস্থান।

এই ড্রয়ের জেরে সেমিফাইনালে মুম্বই সিটি এফসি (১৬ ম্যাচে ৩৪) ও এটিকে মোহনবাগানের (১৬ ম্যাচে ৩৩) জায়গা পাকা হয়ে গেল। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে হায়দরাবাদ আপাতত তিন নম্বরে রয়েছে। এফসি গোয়া (১৬ ম্যাচে ২৩) রয়েছে চার নম্বরে। সম সংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। হাতে ম্যাচ কম। তাই পাহাড়ের দলের শেষ চারে থাকা বেশ কঠিন।

Advertisement
আরও পড়ুন