আন্দ্রে রাসেলের সঙ্গে শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। এর ফলে আইপিএলের প্রথম দু’টি দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেল শ্রেয়স আয়ারদের। কিন্তু অন্য দলটি কারা? তা এখনও ঠিক হয়নি। লড়াই চলছে একাধিক দলের মধ্যে। সব চেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালস।
এ বারের লিগে কলকাতা প্রথম স্থানে রয়েছে। সেই জায়গা ধরে রাখার প্রবল সম্ভাবনা। কলকাতাকে টপকে যেতে পারে এক মাত্র রাজস্থান। তাদের পঞ্জাব কিংস এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দু’টি ম্যাচ রাজস্থান জিতলে শীর্ষে উঠে আসবে তারা। তখন কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে রাজস্থানই। ২১ মে হবে সেই ম্যাচ।
আইপিএলের নিয়ম অনুযায়ী লিগে পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুই দল সুযোগ পায় প্রথম কোয়ালিফায়ার খেলার। সেখানে জিতলে সোজা ফাইনাল (২৬ মে), হারলে থাকবে আরও একটি সুযোগ। পয়েন্ট তালিকায় তিন এবং চার নম্বরে থাকা দল দু’টি খেলবে এলিমিনেটর (২২ মে)। সেই ম্যাচ হারলেই বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার (২৪ মে) খেলার সুযোগ।
রাজস্থান যদি নিজেদের শেষ দু’টি ম্যাচে হেরে যায় তাহলে আরও কয়েকটি দলের সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছেন সঞ্জু স্যামসনেরা। যদি রাজস্থান শেষ দু’টি ম্যাচ হেরে যায়, তাহলে চেন্নাই সুপার কিংসের সুযোগ রয়েছে রাজস্থানকে টপকে যাওয়ার। সে ক্ষেত্রে চেন্নাইকে শেষ ম্যাচ জিততে হবে। নেট রানরেটে চেন্নাই এগিয়ে রয়েছে। ফলে তা নিয়ে চিন্তা করতে হবে না রুতুরাজ গায়কোয়াড়দের।
সানরাইজার্স হায়দরাবাদের এখনও দু’টি ম্যাচ বাকি। তাদের সুযোগ রয়েছে ১৮ পয়েন্ট পৌঁছে যাওয়ার। ফলে রাজস্থান শেষ দু’টি ম্যাচ হারলে প্রথম দুইয়ে পৌঁছে যেতে পারে হায়দরাবাদও।
রাজস্থান, চেন্নাই এবং হায়দরাবাদের মধ্যে লড়াই প্রথম দুইয়ে থাকার। কলকাতার প্রতিপক্ষ হতে পারে এই তিন দলের মধ্যে একটি দল। সব কিছুই নির্ভর করছে রাজস্থানের উপর। পঞ্জাবের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে তারা। সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে প্রথম দুইয়ের পথে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনও আশা নেই প্রথম দুইয়ে থাকার। একমাত্র হায়দরাবাদ সেই জায়গা নিতে পারে। তবে সেক্ষেত্রেও তাদের নিজেদের সব ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে হবে কলকাতাকে। তবেই প্রথম দুইয়ে থাকতে পারবে হায়দরাবাদ।