IPL 2024

ভারতের পাও ভাজি এবং রাস্তার খাবারে মজেছেন বিশ্বকাপজয়ী নেতা, সমর্থকদের প্রশ্নে দিলেন উত্তর

সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন প্যাট কামিন্স। হায়দরাবাদের অধিনায়ক ভারত নিয়ে তাঁর নানা অভিজ্ঞতার কথা জানালেন। ভারতের পাও ভাজির প্রেমে পড়ার কথাও বলেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৭:২৪
cricket

প্যাট কামিন্স। ছবি: আইপিএল

আইপিএলে তাঁর দল ছন্দেই রয়েছে। পাঁচ ম্যাচের তিনটিতেই জিতে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে। প্রতিযোগিতার মাঝেই সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন প্যাট কামিন্স। হায়দরাবাদের অধিনায়ক ভারত নিয়ে তাঁর নানা অভিজ্ঞতার কথা জানালেন। বিশ্বকাপ জয়ের স্মৃতি উস্কে দিয়ে সমর্থকদের সঙ্গে মজাও করলেন।

Advertisement

ইনস্টাগ্রামে সমর্থকদের কাছে প্রশ্নের আবদার করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। সেখানেই বিভিন্ন প্রশ্নের সামনে পড়েন তিনি। তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন কামিন্স। ভারতের সেরা স্মৃতি হিসাবে গত বছর বিশ্বকাপজয়ের ছবি পোস্ট করেছেন তিনি। তা দেখে দুঃখও পেয়েছেন ভারতীয় সমর্থকেরা।কামি

কামিন্সের একটি স্ক্রিনশট।

কামিন্সের একটি স্ক্রিনশট। ছবি: ইনস্টাগ্রাম।

হায়দরাবাদ দলে নিজের প্রিয় সতীর্থ হিসাবে ট্রেভিস হেডের নাম উল্লেখ করেছেন কামিন্স। স্বদেশি হেড অতীতে অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। প্রিয় ভারতীয় খাদ্য হিসাবে পাও ভাজি এবং রাস্তার ধারের বেশ কিছু খাবারের কথা উল্লেখ করেছেন।

এক সমর্থক মজা করে কামিন্সকে জিজ্ঞাসা করেন, কী ভাবে নিজের উচ্চতা বাড়াতে পারেন? কামিন্সও মজা করে উত্তর দেন, “মার্কোকে জিজ্ঞাসা করো।” আসলে কামিন্স বলতে চেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনের কথা, যিনি ছ’ফুট ন’ইঞ্চি লম্বা।

Advertisement
আরও পড়ুন