IPL 2023

আইপিএলের প্লে-অফে খেলতে নামলেও রোহিতের মন পড়ে অন্য দেশে!

আইপিএলের প্লে-অফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার মন পড়ে রয়েছে অন্য এক দেশে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ২০:৩৩
Rohit Sharma

আরও এক বার আইপিএল জিততে নেমেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে রোহিত শর্মাদের। তার মধ্যেই রোহিতের মন পড়ে রয়েছে ইংল্যান্ডে। কারণ, সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ইতিমধ্যেই কয়েক জন ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। প্লে-অফে নামার আগে একটি ভিডিয়ো বার্তায় দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘‘গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে দলের ক্রিকেটাররা আবার এক জায়গায় এসেছে। সবাই আবার পরের লড়াইয়ের জন্য নিজেদের তৈরি করেছে। এই সময়ে আমরা বেশ কিছু কঠিন সিরিজ় খেলেছি। সেই সব সিরিজ়ে ক্রিকেটাররা নিজেদের চরিত্র দেখিয়েছে। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। প্রত্যেক ক্রিকেটারের উপর আমি গর্বিত।’’

Advertisement

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলকে ছাপিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এক একটি সিরিজ়ে এক এক জন ম্যাচ উইনার পাওয়া গিয়েছে বলে মনে করেন রোহিত। তিনি বলেছেন, ‘‘এই দু’বছরে আমরা অনেক টেস্ট ম্যাচ খেলেছি। প্রতিটা ম্যাচে আলাদা আলাদা ম্যাচ উইনার পেয়েছি। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে অন্য অনুভূতি হচ্ছে।’’

তবে এখনও তাঁদের কাজ শেষ হয়ে যায়নি বলেই মনে করেন রোহিত। গত বার ফাইনালে কেন উইললিয়ামসনের নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এ বার যাতে সেটা না হয় সেই লক্ষ্য নিয়েই নামবেন তাঁরা। রোহিত বলেছেন, ‘‘এখনও আমাদের কাজ শেষ হয়নি। যদি ফাইনালে জিততে না পারি তা হলে গত দু’বছর যা পরিশ্রম করেছি সব জলে যাবে। তাই সবাইকে আরও এক বার নিজেদের সেরাটা দিতে হবে।’’

আইপিএলের পরে ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আগেই ফাইনালে উঠে গিয়েছে। আইপিএলের পরেই সেই ফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন রোহিতরা।

Advertisement
আরও পড়ুন