MS Dhoni

ধোনির রেকর্ড ভাঙলেন ধোনিই! মাহি-হার্দিক টক্কর ছাপিয়ে গেল মাহি-বিরাট লড়াইকে

শুধু আইপিএলের ফাইনালে ওঠা নয়, মাঠের বাইরেও ছক্কা হাঁকিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:৩৭
MS Dhoni

অধিনায়ক হিসাবে চেন্নাইকে আরও এক বার আইপিএলের ফাইনালে তুলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। মাঠের বাইরেও ছক্কা হাঁকাচ্ছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। একটি ম্যাচে দর্শকের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে চেন্নাই বনাম গুজরাত ম্যাচ। আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী মাধ্যম জিয়ো সিনেমায় একসঙ্গে আড়াই কোটি দর্শক খেলা দেখেছেন।

চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাতের ইনিংসের শেষ ওভারে জিয়ো সিনেমায় দর্শকের সংখ্যা দেখায় আড়াই কোটি। তত ক্ষণে অবশ্য চেন্নাইয়ের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ধোনিদের ফাইনালে ওঠা দেখতে মোবাইলের স্ক্রিনে ভিড়় জমিয়েছিলেন দর্শকরা। এর আগে ১৭ এপ্রিল চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে একসঙ্গে ২ কোটি ৪০ লক্ষ দর্শক খেলা দেখেছিলেন। সেটাও হয়েছিল ধোনিদের ম্যাচে। অর্থাৎ, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলেন ধোনিরা।

Advertisement

এ বারের আইপিএলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। তাদের ডিজিটাল মাধ্যম জিয়ো সিনেমাতে খেলা দেখা যাচ্ছে। কোনও সাবস্ক্রিপশন ছাড়াই খেলা দেখতে পাচ্ছেন দর্শকরা। ইতিমধ্যেই ১৩০০ কোটির বেশি দর্শক খেলা দেখেছেন এই মাধ্যমে। সেটিও রেকর্ড।

পরিসংখ্যান বলছে এক জন দর্শক প্রতি ম্যাচে অন্তত এক ঘণ্টা খেলা দেখেছেন জিয়ো সিনেমাতে। এই বিপুল দর্শক টানায় স্পনসরের সংখ্যাও বেড়েছে। এ বারের আইপিএলে ২৬ জন স্পনসর যুক্ত হয়েছে জিয়ো সিনেমার সঙ্গে। পরের বার থেকে দর্শক ও স্পনসরের সংখ্যা বাড়বে বলেই আশা সম্প্রচারকারী সংস্থার। তাদের আরও আশা, একটি ম্যাচে দর্শকের সংখ্যার রেকর্ড আরও এক বার ভেঙে ফেলবেন ধোনি। কারণ, ফাইনালেও তো খেলতে নামবে চেন্নাই।

Advertisement
আরও পড়ুন