IPL 2023

শেষ ওভারে কোহলিরা হারতেই গ্যালারিতে হাউ হাউ করে কান্না, ভাইরাল হওয়া তরুণী কে?

বেঙ্গালুরু-লখনউ ম্যাচের রং পরিবর্তন হয়েছে বার বার। সে ভাবেই বদলেছে ক্রিকেটারদের মুখের ছবি। সমর্থকদের উচ্ছ্বাস ও হতাশা দেখা গিয়েছে। তাঁদেরই এক জনের কান্না ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:৩১
pictyre of RCB

কোহলিদের হারের পর কান্নায় ভেঙে পড়া সেই তরুণী। ছবি: আরসিবি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের রং বদলেছে বার বার। কখনও পাল্লা ঝুঁকেছে বিরাট কোহলিদের দিকে। আবার কখনও পাল্লা ভারি হয়েছে লোকেশ রাহুলদের দিকে। শেষ বলে বেঙ্গালুরু হেরে যাওয়ার পর দুঃখে হাউ হাউ করে কেঁদে ফেলেন এক সমর্থক। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

ম্যাচের শেষ ২ ওভারে প্রায় প্রতি বলেই বদল খেলার রং। রান হলে জয়ের সম্ভাবনা বেড়েছে লখনউয়ের। আবার আউট হলে বেঙ্গালুরুর সম্ভাবনা বেড়েছে। মাঠে থাকা দু’দলের ক্রিকেটারদের কপালের ভাঁজ যেমন চওড়া হয়েছে, তেমন ডাগ আউটে বসে থাকা দলের কোচ বা অন্য ক্রিকেটারদের মুখেও দেখা গিয়েছে উদ্বেগের ছাপ।

Advertisement

বলের মাঝেমাঝে টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে দু’দলের সমর্থকদের প্রতিক্রিয়াও। স্টেডিয়ামে চাপা টেনশনের মধ্যেই নজর কেড়েছেন কয়েক জন তরুণী। আরসিবির জার্সি পরে ছিলেন তাঁরা। কোহলির দলের ওই সমর্থকদের মুখ বদলে যাচ্ছিল ম্যাচের পরিস্থিতির সঙ্গে। কখনও উচ্ছ্বাস, তো পরের বলেই হতাশা। তাঁদেরই এক জন খেলা শেষ হওয়ার পর আবেগ লুকিয়ে রাখতে পারেননি। গ্যালারিতেই হাউ হাউ করে কেঁদে ফেলেন। তাঁর কান্নাও দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। যা পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংসও বেঙ্গালুরুর সমর্থকের কান্নার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে। ওই তরুণীর পরিচয় অবশ্য জানা যায়নি।

সোমবার ম্যাচের শেষ বলে লখনউয়ের কাছে ১ উইকেটে হেরে যায় বেঙ্গালুরু। এই নিয়ে আইপিএলের তিনটি ম্যাচ খেলে দু’টি ম্যাচ হারলেন কোহলিরা। তার পরই কেঁদে ফেলেন খেলা দেখতে আসা ওই তরুণী।

Advertisement
আরও পড়ুন