IPL 2023

রান পেলেও সেই বিরাটকে তো দেখা যাচ্ছে না! আক্ষেপ, সঙ্গে পরামর্শও এক সময়ের হেডস্যরের

আইপিএলে ধারাবাহিক ভাবে রান পেলেও কোহলির ব্যাটিংয়ে খুশি নন অনেকে। ভারতের প্রাক্তন অধিনায়ক মন্থর ব্যাটিং করছেন বলে মনে হচ্ছে তাঁদের। শাস্ত্রীও আরও আগ্রাসী ইনিংস চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৮:১৬
picture of Virat Kohli

রান পেলেও আইপিএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না কোহলিকে। ছবি: টুইটার।

আইপিএলে রানের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। যদিও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, রান করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজ ধরা পড়ছে না কোহলির ইনিংসে। তা নিয়ে কোহলিকে পরামর্শ দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকার সময় অধিনায়ক ছিলেন কোহলি। দু’জনের রসায়ন যথেষ্ট ভাল। কোহলিকে খুব কাছ থেকে দীর্ঘ দিন দেখেছেন। তার আগে এবং পরে ধারাভাষ্যকার হিসাবেও কোহলিকে দেখেছেন শাস্ত্রী। সেই অভিজ্ঞতা থেকে তিনিও মনে করছেন, কোহলির উচিত আরও আগ্রাসী ব্যাটিং করা।

Advertisement

শাস্ত্রী বলেছেন, ‘‘তুমি যদি এক বার ছন্দ পেয়ে যাও, তা হলে অন্যদের নিয়ে ভাবার দরকার নেই। কোহলিকে শুধু এটুকুই বলতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি ব্যাটারের দরকার হয় না। ছন্দ পেয়ে গেলে সেটা ধরে রাখার চেষ্টা করো। রান যখন আসছে তখন ব্যাট করার ধরন বদলানোর দরকার নেই। বরং আরও আগ্রাসী হওয়ার চেষ্টা করো।’’

উদাহরণ হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল সল্টের ইনিংসের কথা উল্লেখ করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘সল্ট হল সব থেকে ভাল উদাহরণ। চাপে পড়ে গেলেও সেখান থেকে বেরিয়ে এসে দুর্দান্ত ইনিংস খেলেছে। কোহলিও ওর মতো করে ভাবতে পারে।’’

শাস্ত্রী মেনে নিয়েছেন কোহলির মতো ক্রিকেটারদের উপর সব সময় নজর থাকে। সেই চাপ নিয়েই খেলতে হয়। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘মহেন্দ্র সিংহ ধোনি, কোহলির মতো ক্রিকেটাররা জানে, ক্যামেরা সব সময় ওদের লক্ষ্য রাখে। ওরা যা অর্জন করেছে বা ক্রিকেট খেলে যে জায়গায় পৌঁছেছে, তাতে এটাই স্বাভাবিক। ওরা এর যোগ্য। তাই শুধু ক্যামেরার সামনে সপ্রতিভ থেকেই নজর কাড়তে পারে।’’

Advertisement
আরও পড়ুন