IPL 2023

কেন হারতে হল রিঙ্কুদের কাছে? একটিই কারণ খুঁজে পেলেন পঞ্জাব অধিনায়ক ধাওয়ান

পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের নকআউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কেকেআর। অন্য দিকে, পয়েন্ট খুইয়ে চাপ বেড়েছে পঞ্জাবের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১০:৪৭
picture of Rinku Singh

পঞ্জাবের বিরুদ্ধে শেষ বলে চার মেরে কলকাতাকে জেতান রিঙ্কু। ছবি: আইপিএল।

কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ বলে ম্যাচ হেরে হতাশ পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। টান টান ম্যাচে হারের কারণ খুঁজে পেয়েছেন তিনি। পাশাপাশি দলকে শেষ পর্যন্ত দলকে লড়াইয়ে রাখার জন্য কৃতিত্ব দিয়েছেন এক সতীর্থকে।

সোমবারের খেলায় শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। সেই ওভারে ধাওয়ান বল তুলে দিয়েছিলেন বাঁহাতি জোরে বোলার আরশদীপ সিংহের হাতে। ওভারের প্রথম পাঁচটি বলে ৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন তিনি। ম্যাচের শেষ বলটি অবশ্য ভাল করতে পারেননি। কেকেআরের রিঙ্কু সিংহ চার মেরে জয় ছিনিয়ে নেন। ধাওয়ান বলেছেন, ‘‘ম্যাচ হারলে খারাপ তো লাগবেই। ব্যাট করার জন্য উইকেট সহজ ছিল না। শেষ দিকে কলকাতা বেশ ভাল খেলেছে। তবু আরশদীপের কথা বলব। শুরুর দিকে ভাল বল করতে পারেনি। শেষ দিকে দারুণ ভাবে ফিরে এল। লড়াইটাকে শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব আরশদীপেরই।’’

Advertisement

কলকাতার বিরুদ্ধে হারের অন্যতম প্রধান কারণও চিহ্নিত করেছেন ধাওয়ান। পঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের হাতে ভাল অফ স্পিনার নেই। ফলে বাঁহাতি ব্যাটারদের রান তোলার গতি আমরা আটকাতে পারিনি। উইকেটে বল পড়ে ভালই ঘুরছিল। ভাল বাঁহাতি স্পিনার থাকলে সুবিধা হত। এই জায়গায় আমরা খানিকটা পিছিয়ে গিয়েছি।’’

সোমবারের ম্যাচে বল হাতে সাফল্য পাননি পঞ্জাবের সাম কারেন, লিয়াম লিভিংস্টোনের মতো বিদেশিরা। ধাওয়ান অবশ্য হারের জন্য কোনও সতীর্থকে দোষারোপ করেননি। যদিও তাঁর কথা থেকে পরিষ্কার বোলারদের পারফরম্যান্সে খুশি নন তিনি।

আরও পড়ুন
Advertisement