IPL 2023

নাইট দ্বৈরথে নামছে বেঙ্গালুরু! ইডেনে খেলতে দেখা যেতে পারে দু’দলের কোন ২২ ক্রিকেটারকে?

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু’দলের প্রথম একাদশে কি কোনও বদল আসবে? কারা নামতে পারেন মাঠে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ০৮:৩৯
Picture of Nitish Rana and Virat Kohli

কেকেআরের অধিনায়ক নীতীশ রানা (বাঁ দিকে) ও আরসিবির ক্রিকেটার বিরাট কোহলি। —ফাইল চিত্র

বৃহস্পতিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াই। এক দিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা রয়েছেন, অন্য দিকে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিরা। এই ম্যাচে নিজেদের সেরা ১১ ক্রিকেটারকে নামানোর পরিকল্পনা করেছে দু’দল। কলকাতা ও বেঙ্গালুরুর প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স—

Advertisement

প্রথম ম্যাচে হেরেছে কেকেআর। তাই এই ম্যাচে কয়েকটি বদল হতে পারে দলে। প্রথমেই দেখে নেওয়া যাক দলের চার বিদেশিকে। রহমানুল্লা গুরবাজ়, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের খেলা নিশ্চিত। তবে টিম সাউদিকে বিশ্রাম দিতে পারে কেকেআর। বদলে লকি ফার্গুসনকে খেলানো হতে পারে কোহলিদের বিরুদ্ধে।

বদল হতে পারে ভারতীয় ব্রিগেডেও। অনুকূল রায়ের খেলার সম্ভাবনা প্রায় নেই। বদলে নারায়ণ জগদীশন সুযোগ পেতে পারেন। বেঙ্কটেশ আয়ারকে এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

কলকাতার সম্ভাব্য একাদশ: রহমানুল্লা গুরবাজ়, মনদীপ সিংহ, নীতীশ রানা, রিঙ্কু সিংহ, নারায়ণ জগদীশন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আয়ার (ইমপ্যাক্ট প্লেয়ার)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর—

সাধারণত কোনও দল আগের ম্যাচ জিতলে পরের ম্যাচে দলে বিশেষ বদল হয় না। সেই হিসাবে বেঙ্গালুরু দলেও বদলের সম্ভাবনা প্রায় নেই বললেই দলে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলকেই ইডেনে নামাতে পারেন কোহলিরা। শুধু আগের ম্যাচে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রিচি টপলে। তার বদলে ডেভিড উইলিকে খেলাতে পারে বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ় আহমেদ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ়, হর্ষল পটেল, কর্ণ শর্মা, ডেভিড উইলি, সুয়শ প্রভুদেশাই (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Advertisement
আরও পড়ুন