Lucknow Super Giants vs Mumbai Indians

শনিবার আইপিএলে মুখোমুখি লখনউ-মুম্বই, কোন দল জিতলে সুবিধা হবে কেকেআরের?

চেন্নাইকে হারিয়ে সোমবার শহরে ফিরেছে কেকেআর। পরের ম্যাচের আগে বেশ কিছুটা সময় থাকায় মঙ্গলবার কোনও অনুশীলন রাখা হয়নি। তবে কেকেআরের ক্রিকেটারের ব্যস্ত থাকবেন বিকেল থেকেই। চোখ থাকবে লখনউয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ০৮:৩০
kkr

কলকাতা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বাকি দলগুলির কারণেই। বেঙ্গালুরু, রাজস্থান, পঞ্জাব সবার কাছেই সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার। — ফাইল চিত্র

চেন্নাইকে হারিয়ে সোমবার শহরে ফিরেছে কেকেআর। পরের ম্যাচের আগে বেশ কিছুটা সময় থাকায় মঙ্গলবার কোনও অনুশীলন রাখা হয়নি। তবে কেকেআরের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিকেল থেকেই। চোখ থাকবে লখনউয়ে, যেখানে সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।

যে দলই জিতুক না কেন, কলকাতার লাভ অনিবার্য। লখনউ যদি ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে দিতে পারে, তা হলে তারা পৌঁছে যাবে ১৫ পয়েন্টে। সে ক্ষেত্রে মুম্বই আটকে থাকবে ১৪ পয়েন্টেই। কলকাতার কাছেও সুযোগ রয়েছে ১৪ পয়েন্টে পৌঁছনোর। মুম্বইয়ের সঙ্গে তাদের নেট রান রেটেও বিশেষ ফারাক নেই। লখনউয়ের কাছে হারলে নেট রান রেট আরও কিছুটা কমবে রোহিত শর্মার দলের। তাতে কলকাতারই সুবিধা।

Advertisement

অন্য দিকে, মুম্বই জিতলে লখনউ আটকে থাকবে ১৩ পয়েন্টে। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়ে নামবে কেকেআর। সেই ম্যাচে জিততে পারলে পথের একটি কাঁটা সরানো যাবে।

তবে কলকাতা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বাকি দলগুলির কারণেই। বেঙ্গালুরু, রাজস্থান, পঞ্জাব সবার কাছেই সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার।

তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি নয় মুম্বই। দলের স্পিনার পীযূষ চাওলা বলেছেন, “এখনও সব কিছু আমাদের হাতেই রয়েছে। বাকি দুটো ম্যাচ জিততে পারলে প্রথম দুয়ে শেষ করতে পারি। আমাদের শুধু ভাল ক্রিকেট খেলতে হবে এবং হত কয়েকটা ম্যাচে যেমন খেলেছি, সেটাই চালিয়ে যেতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement