IPL 2024

বিরাটদের বিরুদ্ধে জিতে লিগ তালিকায় মুম্বইয়ের উন্নতি, কত নম্বরে রয়েছে বেঙ্গালুরু?

জয়ে ফিরেছে হার্দিক পাণ্ড্যের দল। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সাত নম্বরে উঠে এল মুম্বই। ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১২:৪৭
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আইপিএলের শুরুতে পর পর তিনটি ম্যাচ হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আবার জয়ের পথে ফিরেছে হার্দিক পাণ্ড্যের দল। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সাত নম্বরে উঠে এল মুম্বই। ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে তারা।

Advertisement

আইপিএলের লিগ তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে তারা। কলকাতা নাইট রাইডার্স রয়েছে দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে তারা। একই সংখ্যক পয়েন্ট পেয়েছে লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটান্স। কলকাতা এবং লখনউ চারটি করে ম্যাচ খেলেছে। চেন্নাই এবং হায়দরাবাদ খেলেছে পাঁচটি করে ম্যাচ। গুজরাতের ছ’টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচের ফলে প্রথম ছয়ে কোনও বদল হয়নি।

ipl points table

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মুম্বই অষ্টম স্থানে ছিল। বেঙ্গালুরুকে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। অষ্টম স্থানে নেমে গেল পঞ্জাব কিংস। দুই দলেরই ৪ পয়েন্ট। পাঁচটি করে ম্যাচ খেলেছে মুম্বই এবং পঞ্জাব। ছ’ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে বেঙ্গালুরু। এ বারের আইপিএলের প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হল বিরাটদের। সবার নীচে দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচে তারা পেয়েছে ২ পয়েন্ট। শুক্রবার দিল্লি খেলবে লখনউয়ের বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে দিল্লি টপকে যেতে পারে বেঙ্গালুরুকে। লখনউ জিতলে লিগ তালিকায় শীর্ষে উঠে আসতে পারে।

Advertisement
আরও পড়ুন