IPL 2024

ছ’ম্যাচ হারার পর জিতল বেঙ্গালুরু, বিরাটদের জয়ে সুবিধা হল কলকাতার? সমস্যায় পড়ল কারা

আইপিএলের লিগ পর্বের অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান। প্লে-অফের দৌড়ে রয়েছে কলকাতাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১১:৪৫
Picture of Virat Kohli

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

আইপিএলের লিগ পর্বের ৭০টি মধ্যে ৪১টি ম্যাচ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। টানা ছ’ম্যাচ হারের পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের কাছে প্যাট কামিন্সদের হারে কিছুটা সুবিধাই হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। পঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছেন শ্রেয়স আয়ারেরা।

Advertisement

আইপিএলের পয়েন্ট টেবিলে এখনও শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যলস। আটটি ম্যাচ খেলে সঞ্জু স্যামসনেরা জিতেছেন সাতটি। তাঁদের সংগ্রহ ১৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা কেকেআর সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। শ্রেয়সদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। হায়দরাবাদের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে কেকেআর। কলকাতার নেট রান রেট ১.২০৬। বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে পারলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারতেন কামিন্সেরা। কিন্তু তা হয়নি। তাঁরা আটটি ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়েছেন। সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রান রেট ০.৫৭৭। চতুর্থ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ১০। লোকেশ রাহুলেরা খেলেছেন আটটি ম্যাচ। জিতেছেন পাঁচটিতে। তাঁদের নেট রান রেট ০.১৪৮। প্রতিযোগিতার প্লেঅফ পর্বে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে এই চার দল।

এগিয়ে থাকলেও নিশ্চিন্তে থাকার উপায় নেই পয়েন্ট তালিকায় প্রথম চারটি দলের। যে কোনও সময় প্রথম চারে চলে আসতে পারে অন্তত তিনটি দল। পয়েন্ট তালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দলগুলির সংগ্রহ আট পয়েন্ট। নেট রান রেটের নিরিখে এগিয়ে বা পিছিয়ে রয়েছে। পঞ্চম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে চারটি জিতেছে। রুতুরাজ গায়কোয়াড়দের নেট রান রেট ০.৪১৫। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস চারটি জয় পেয়েছে ন’টি ম্যাচ খেলে। ঋষভ পন্থদের নেট রান রেট -০.৩৮৬। সপ্তম স্থানে গুজরাত টাইটান্স। শুভমন গিলের দল খেলেছে ন’টি ম্যাচ। জয় পেয়েছে চারটিতে। তাদের নেট রান রেট -০.৯৭৪।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আটটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে হার্দিক পাণ্ড্যের দল। তাদের সংগ্রহ ছ’পয়েন্ট। নেট রান রেট -০.২২৭। শেষ দু’টি স্থানে রয়েছে পঞ্জাব কিংস এবং বেঙ্গালুরু। পঞ্জাব এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে। তাদের স‌ংগ্রহ চার পয়েন্ট। নেট রান রেট -০.২৯২। পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছেন বিরাট কোহলিরা। আরসিবি ন’টি ম্যাচ খেলে দু’টি জিতেছে। পয়েন্ট চার। নেট রান রেট -০.৭২১।

Advertisement
আরও পড়ুন