IPL 2023

১৭ জন ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে সংশয়! শাকিব, লিটন ছাড়া তালিকায় কারা?

এ বারের আইপিএলের শুরু থেকে ১৭ জন ক্রিকেটারকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা না থাকায় সমস্যায় পড়বে ৯টি ফ্র্যাঞ্চাইজি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৪:১০
Picture of Litton Das and Shakib Al Hasan

আইপিএলের শুরু থেকে বাংলাদেশের লিটন দাস ও শাকিব আল হাসানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। কিছু ক্রিকেটার কয়েক দিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। তালিকায় রয়েছে ৯ দলের মোট ১৭ জন ক্রিকেটার।

কলকাতা নাইট রাইডার্স: দলের দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব ও লিটনকে প্রতিযোগিতার শুরু থেকে পাবে না কেকেআর। ৮ এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে যাবেন তাঁরা। তখনও তাঁদের পাওয়া যাবে না।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ় থাকায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা।

চেন্নাই সুপার কিংস: ধোনির দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাঁদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদেরও সমস্যা এক শ্রীলঙ্কার ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিন্দু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি।

গুজরাত টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাতও মরসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জোশুয়া লিটল।

সানরাইজার্স হায়দরাবাদ: দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আইডেন মার্করাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মরসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ।

পঞ্জাব কিংস: একই সমস্যা পঞ্জাবেরও। তারা কাগিসো রাবাডাকে শুরু থেকে পাবে না।

লখনউ সুপার জায়ান্টস: আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের দলের ওপেনার কুইন্টন ডি’ককও রয়েছেন।

দিল্লি ক্যাপিটালস: মরসুমের শুরু থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পাবে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মরসুমের শুরু থেকে লুঙ্গি এনগিডি ও আনরিখ নোখিয়েকেও পাবে না দিল্লি শিবির।

৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। আমদাবাদে মুখোমুখি হবে দু’দল।

Advertisement
আরও পড়ুন