কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র।
নিলামে কেনা মুজিব উর রহমানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁর চোট রয়েছে। সেই জায়গায় আল্লা গজনফরকে দলে নিল কেকেআর। ১৬ বছরের তরুণ স্পিনার খেলবেন নাইটদের হয়ে। বদল হয়েছে রাজস্থান রয়্যালস দলেও।
আফগানিস্তানের স্পিনার মুজিবকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তাঁর চোট এখনও সারেনি। সেই জায়গায় গজনফরকে দলে নিল কেকেআর। তিনি দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। মাত্র ১৬ বছর বয়সি এই অফ স্পিনারের ভরসা রাখছে কেকেআর। এক আফগান স্পিনারের জায়গায় আরও এক আফগান স্পিনারকেই দলে নিয়েছে তারা। নিলামে ২ কোটি টাকা দিয়ে মুজিবকে দলে নিয়েছিল কেকেআর। সেই জায়গায় ২০ লক্ষ টাকায় গজনফরকে দলে নিল তারা।
রাজস্থান এ বারের আইপিএলে পাবে না প্রসিদ্ধ কৃষ্ণকে। ভারতীয় পেসারের চোট সারেনি। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে। প্রসিদ্ধের অস্ত্রোপচার হয়েছে। এখনই ম্যাচ খেলতে পারবেন না তিনি। সেই জায়গায় অভিজ্ঞ স্পিনারকে দলে নিল রাজস্থান। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩৭টি উইকেট আছে মহারাজের। ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে রাজস্থান।