IPL 2023

কোহলিদের বিরুদ্ধে ফিল্ডিংয়ে চোট রাহুলের! খুঁড়িয়ে মাঠ ছাড়লেন লখনউ অধিনায়ক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লোকেশ রাহুল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২০:৩৬
Picture of KL Rahul leaving field

বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়ছেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ছবি: আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার শুরুতেই চোট পেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে লেগেছে তাঁর। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারেই ঘটে এই ঘটনা। মার্কাস স্টোইনিসের বল কভার অঞ্চলে মারেন বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বলের পিছনে দৌড়ন রাহুল। হঠাৎ দেখা যায়, পায়ে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েছেন তিনি। বল চলে যায় বাউন্ডারির বাইরে।

Advertisement

মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাহুল। তাঁকে দেখতে সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিয়ো। রাহুলকে ঘিরে ধরেন লখনউয়ের ক্রিকেটাররাও। মাঠে আনা হয় স্ট্রেচারও। কিন্তু কিছু ক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ফিজিয়োর কাঁধে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রাহুল।

রাহুলের পরিবর্তে লখনউয়ের অধিনায়কত্ব করছেন ক্রুণাল পাণ্ড্য। রাহুলের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। লখনউ ম্যানেজমেন্টের তরফেও এখনও কিছু জানানো হয়নি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ারকেও নামানো হয়নি। সাধারণত হ্যামস্ট্রিংয়ে চোট পেলে মাঠে ফিরতে সময় লাগে। দ্বিতীয়ার্ধে রাহুল ব্যাট করতে নামেন কি না সে দিকেই নজর রয়েছে দর্শকদের।

Advertisement
আরও পড়ুন