MS Dhoni

পরের আইপিএলেও কি দেখা যাবে হলুদ ‘থালা’? চেন্নাই জনতার সামনে জবাব দিলেন ধোনি

এ বারের আইপিএলের পরে কি আর চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে? ‘ঘরের মাঠে’ গুজরাতকে হারিয়ে জবাবে কী বললেন চেন্নাইয়ের অধিনায়ক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ০০:০৩
MS Dhoni

আরও এক বার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে আইপিএল খেলতে নেমেছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

এ বারের আইপিএলই কি শেষ! নাকি পরের বারও চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। গত দু’মাস ধরে এই প্রশ্ন বার বার ফিরে আসছে। মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালে ওঠার পর আবার সেই প্রশ্ন করা হল ধোনিকে। এ বার জবাব দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। জানালেন, তাঁর হাতে এখনও অনেক সময় রয়েছে ভাবার জন্য।

গুজরাতকে হারানোর পরে ধোনিক সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন, ‘‘এ বারই কি শেষ চেন্নাইয়ের জার্সিতে তোমাকে দেখা যাচ্ছে?’’ জবাব ধোনি হেসে বলেন, ‘‘প্রশ্নটা হওয়া উচিত আমাকে আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে কি না।’’ তখন হর্ষ হেসে সেই প্রশ্নই করেন ধোনিকে।

Advertisement

জবাবে চেন্নাইয়ের অধিনায়ক জানান, ভবিষ্যৎ নিয়ে ভাবার এখনও অনেক সময় রয়েছে তাঁর কাছে। তিনি বলেন, ‘‘আমি জানি না পরের বছর ফিরব কি না। এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ থেকে ৯ মাস সময় আছে। তা হলে এখন থেকে কেন চিন্তা বাড়াব?’’

ধোনি জানান, যে হেতু তিনি এখন আইপিএল ছাড়া অন্য কিছু খেলেন না, সেই কারণে তাঁর প্রস্তুতির জন্য সময় বেশি লাগে। তিনি বলেন, ‘‘ডিসেম্বরে আবার ছোট নিলাম আছে। আমি সাধারণত জানুয়ারি মাস থেকে আমার প্রস্তুতি শুরু করি। এখন অন্য কোথাও খেলি না বলে সময় বেশি লাগে। সেই কারণে এখন এত কিছু ভাবতে চাইছি না।’’

তবে তিনি খেলোয়াড় হিসাবে না থাকলেও চেন্নাইয়েই থাকবেন বলে সমর্থকদের আশ্বাস দিয়েছেন ধোনি। হলুদ সমর্থকদের থালা (ধোনিকে এই নামেই ডাকেন সমর্থকরা) বলেছেন, ‘‘আমি সব সময় চেন্নাইয়েই থাকব। সেটা খেলোয়াড় হিসাবেও হতে পারে। বা অন্য কোনও ভূমিকায়।’’

Advertisement
আরও পড়ুন