IPL 2022

IPL 2022: আইপিএলে রেকর্ড উমরানের, ভাঙলেন বুমরার নজির

কনিষ্ঠতম ভারতীয় বোলার হিসাবে এক আইপিএলে ২০ বা তার বেশি উইকেট নিলেন উমরান। আগে এই রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যশপ্রীত বুমরার দখলে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১০:৩৩
আইপিএলে দুরন্ত ছন্দে উমরান

আইপিএলে দুরন্ত ছন্দে উমরান ফাইল চিত্র

আইপিএলে নতুন রেকর্ড করলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। কনিষ্ঠতম ভারতীয় বোলার হিসাবে এক আইপিএলে ২০ বা তার বেশি উইকেট নিলেন উমরান। আগে এই রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যশপ্রীত বুমরার দখলে।

মাত্র ২২ বছর ১৭৬ দিন বয়সে এই রেকর্ড করলেন জম্মু-কাশ্মীরের বোলার। বুমরা ২০১৭ সালের আইপিএলে ২০-র বেশি উইকেট নিয়েছিলেন ২৩ বছর ১৬৫ দিন বয়সে। আরপি সিংহ ২০০৯ সালের আইপিএলে এই কীর্তি করেন। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর ১৬৬ দিন। প্রজ্ঞান ওঝা ২০১০ সালের আইপিএলে ২৩ বছর ২২৫ দিন বয়সে ২০-র বেশি উইকেট নিয়েছিলেন।

Advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধেই এই রেকর্ড গড়েন উমরান। রোহিতদের বিরুদ্ধে তিন ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন উমরান। তার সঙ্গেই তাঁর উইকেটের সংখ্যা বেড়ে হয় ২১। প্রথম ওভারে খারাপ বল করলেও তার পরে প্রবল ভাবে ফিরে আসেন তিনি। পরের দু’ওভারে উমরানের গতির সামনে দাঁড়াতে পারেননি মুম্বইয়ের ব্যাটাররা। ঈশান কিশন, ড্যানিয়েল স্যামস ও তিলক বর্মাকে আউট করেন তিনি। ১৩ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে চার নম্বরে রয়েছেন উমরান।

Advertisement
আরও পড়ুন