IPL 2022

IPL 2022: ভাগ্যকে কোনও না কোনও সময় বদলাতেই হত! কেন এমন বললেন রোহিত

শুক্রবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থেমে যায় গুজরাতের ইনিংস। শেষ ওভারে গুজরাতের জয়ের জন্য ৯ রান দরকার ছিল। কিন্তু তা করতে দেননি ড্যানিয়েল স্যামস। ফলে ৫ রানে ম্যাচ জেতেন রোহিতরা। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৪:৩১
পর পর দু’ম্যাচে জয় পেয়েছে মুম্বই

পর পর দু’ম্যাচে জয় পেয়েছে মুম্বই ফাইল চিত্র

টানা আট ম্যাচে হারের পরে দু’ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার লিগ তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সকে হারিয়েছেন রোহিত শর্মারা। টান টান ম্যাচে শেষ মুহূর্তে জয় এসেছে হার্দিকদের বিরুদ্ধে। ম্যাচ শেষে রোহিত জানালেন, ভাগ্যকে কোনও না কোনও সময় বদলাতেই হত।
হার্দিকদের হারিয়ে উঠে রোহিত বলেন, ‘‘শেষ দিকে খুব চাপ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারায় খুব খুশি। ভাগ্যকে কোনও না কোনও দিন বদলাতেই হত। সবার প্রশংসা প্রাপ্য। আমরা ১৫-২০ রান কম করেছিলাম। ওরা ভাল বল করেছিল। টিম ডেভিড আমাদের শেষটা ভাল করেছে।’’

Advertisement

জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিচ্ছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলাম। বোলাররা ভাল বল করেছে। মন্থর বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। ঠিক সময়ে আমরা উইকেট পেয়েছি।’’

শুক্রবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থেমে যায় গুজরাতের ইনিংস। শেষ ওভারে গুজরাতের জয়ের জন্য ৯ রান দরকার ছিল। কিন্তু তা করতে দেননি ড্যানিয়েল স্যামস। ফলে ৫ রানে ম্যাচ জেতেন রোহিতরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement