IPL 2022

IPL 2022: রোহিতদের এই ক্রিকেটারকে নিজের দলে চান গুজরাতের অধিনায়ক হার্দিক

শুক্রবার হার্দিকের গুজরাতকে হারিয়েছে রোহিতের মুম্বই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থেমে যায় গুজরাতের ইনিংস। ৫ রানে ম্যাচ জেতেন রোহিতরা। 

 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১১:৪৩
মুম্বইয়ের কোন ক্রিকেটারকে নিজের দলে চান হার্দিক

মুম্বইয়ের কোন ক্রিকেটারকে নিজের দলে চান হার্দিক ফাইল চিত্র

তিনি আইপিএলের শুরু থেকে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এ বার শিবির বদল করে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছেন হার্দিক পাণ্ড্য। শুধু তাই নয়, গুজরাতের অধিনায়কও তিনি। কিন্তু পুরনো দলের প্রতি এখনও টান রয়েছে হার্দিকের। রোহিত শর্মাদের দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে আগের মতোই পছন্দ করেন তিনি। তাঁদের মধ্যে এক ক্রিকেটারকে নিজের দলে চান হার্দিক।
শুক্রবার গুজরাতের তরফে হার্দিকের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে হার্দিক বলেন, ‘‘আমি চাই পোলার্ড ভাল ক্রিকেট খেলুক। কয়েক দিন আগে ওকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলাম ও কেমন আছে। ওকে খুব মিস করি। ওকে মজা করে বলেছিলাম, পরের বছর তুমি কিন্তু আমাদের দলের হয়েও খেলতে পার। আমি ওকে আমাদের দলে চাই। কিন্তু আমি জানি সেটা কোনও দিন হবে না।’’

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে এক সঙ্গে অনেক ম্যাচে ব্যাট করেছেন হার্দিক ও পোলার্ড। দলের হয়ে অনেক জুটি বেঁধেছেন। সেই সুবাদে দু’জনের সম্পর্ক বেশ ভাল। শুক্রবারের ম্যাচেও তা দেখা গিয়েছে। প্রতিপক্ষ হয়েও একে অপরের সঙ্গে মজা করেছেন। পোলার্ডকে যে তিনি সত্যিই পছন্দ করেন তা বুঝিয়ে দিলেন গুজরাতের অধিনায়ক।

শুক্রবার হার্দিকের গুজরাতকে হারিয়েছে রোহিতের মুম্বই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থেমে যায় গুজরাতের ইনিংস। ৫ রানে ম্যাচ জেতেন রোহিতরা।

Advertisement
আরও পড়ুন