IPL 2022

IPL 2022: আইপিএলের কমলা ও বেগুনি টুপি কাদের মাথায়? তালিকায় কলকাতার কে?

এখনও পর্যন্ত কমলা টুপির তালিকায় প্রথম পাঁচে রয়েছেন মাত্র এক জন বিদেশি। বাকি চার জনই ভারতীয়। অন্য দিকে বেগুনি টুপির তালিকায় প্রথম পাঁচে তিন জন ভারতীয় ও দু’জন বিদেশি রয়েছেন। প্রথম পাঁচের মধ্যে স্পিনার তিন জন। বাকি দু’জন পেসার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৮:১৩
দল খারাপ খেললেও ভাল ছন্দে শ্রেয়স আয়ার

দল খারাপ খেললেও ভাল ছন্দে শ্রেয়স আয়ার ফাইল চিত্র

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৪৮টি খেলা হয়েছে। প্রতিযোগিতার সব থেকে বেশি রান করা ক্রিকেটারের মাথায় উঠছে কমলা টুপি। অন্য দিকে বেগুনি টুপির মালিক প্রতিযোগিতার সব থেকে বেশি উইকেট শিকারি। তালিকায় বেশ কয়েকটি দলের ক্রিকেটাররা রয়েছেন। বাদ যাননি কলকাতার ক্রিকেটারও।
এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। তিনটি শতরান করে ফেলেছেন তিনি। তাই ৫৮৮ রান নিয়ে কমলা টুপির মালিক তিনি। বাটলারের পরেই রয়েছেন লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক করেছেন ৪৫১ রান। তিন নম্বরে রয়েছেন আর এক ভারতীয় শিখর ধবন। পঞ্জাব কিংসের ওপেনারের দখলে ৩৬৯ রান। চার নম্বরে উঠে এসেছেন অভিষেক শর্মা। এই তালিকায় তিনিই এক মাত্র ব্যাটার যাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার করেছেন ৩২৪ রান। দল খারাপ জায়গায় থাকলেও ভাল ছন্দে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনিও করেছেন ৩২৪ রান। কিন্তু এক ম্যাচ বেশি খেলায় পাঁচ নম্বরে তিনি।

Advertisement

এ বারের প্রতিযোগিতায় বেগুনি টুপি রয়েছে রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চহালের দখলে। ১৯টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। তাঁর দখলে ১৭টি উইকেট। কুল-চা জুটি এ বারের আইপিএল মাতাচ্ছেন। তিন নম্বরে উঠে এসেছেন পঞ্জাবের কাগিসো রাবাডা। চার নম্বরে হায়দরাবাদের টি নটরাজন। দু’জনেই ১৭টি করে উইকেট নিয়েছেন। কিন্তু ওভার প্রতি রান দেওয়ার নিরিখে তিন ও চার নম্বরে রয়েছেন তাঁরা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই স্পিনার ১৫টি উইকেট নিয়েছেন।

এখনও পর্যন্ত কমলা টুপির তালিকায় প্রথম পাঁচে রয়েছেন মাত্র এক জন বিদেশি। বাকি চার জনই ভারতীয়। অন্য দিকে বেগুনি টুপির তালিকায় প্রথম পাঁচে তিন জন ভারতীয় ও দু’জন বিদেশি রয়েছেন। প্রথম পাঁচের মধ্যে স্পিনার তিন জন। বাকি দু’জন পেসার।

Advertisement
আরও পড়ুন