KKR

Rinku Singh: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা রিঙ্কু সিংহ

রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিংয়ের আগে ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রিঙ্কু। দু’টি ভাল ক্যাচ নিলেন। বাঁচালেন বেশ কিছু রান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:২৯
রিঙ্কু সিংহ।

রিঙ্কু সিংহ। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা রিঙ্কু সিংহ বিচারে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রিঙ্কু সিংহ। নাইটদের বিশ্বস্ত সৈনিক দুর্দান্ত ফিল্ডিং করার পাশাপাশি ব্যাট হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।

পাঁচ ম্যাচ পরে জয়ের স্বাদ পেল কলকাতা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রিঙ্কু। প্রতি বছর দলে থাকলেও খুব বেশি খেলার সুযোগ পান না রিঙ্কু। এ বছর দলের সঙ্কটে পর পর কয়েকটি ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়েছে উত্তরপ্রদেশের এই ব্যাটারের। দলকে হতাশ করেননি। রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য ব্যাট করলেন রিঙ্কু। ২৩ বলে ৪২ রান করলেন তিনি। মারলেন ৬টি চার এবং ১টি ছয়। দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন রিঙ্কু। নীতীশ রানার সঙ্গে চতুর্থ উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে তুললেন ৬৬ রান।

Advertisement

ব্যাটিংয়ের আগে ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রিঙ্কু। দু’টি ভাল ক্যাচ নিলেন। গ্রাউন্ড ফিল্ডিংয়েও বাঁচালেন বেশ কিছু রান। দুরন্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা রিঙ্কু সিংহ বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রিঙ্কু।

Advertisement
আরও পড়ুন