KL Rahul

IPL 2022: কলকাতা হারলেও শ্রেয়সদের লড়াইকে কুর্নিশ জানালেন লখনউ নেতা রাহুল

জিততে পেরে স্বস্তির হাসি লখনউ নেতা কেএল রাহুলের মুখে। প্লে-অফ নিশ্চিত করল তাঁর দল। রাহুল মেনে নিলেন, ক্রিকেটজীবনে এত চাপে কম দিনই পড়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০০:০৭
শ্রেয়সদের কুর্নিশ রাহুলের।

শ্রেয়সদের কুর্নিশ রাহুলের। ছবি আইপিএল

শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। স্কোরবোর্ডে বড় রান তুলেও শান্তি নেই। প্লে-অফে উঠতে মরিয়া কেকেআর শেষ বল পর্যন্ত তাড়া করল লখনউকে। অবশেষে জিততে পেরে স্বস্তির হাসি লখনউ নেতা কেএল রাহুলের মুখে। প্লে-অফ নিশ্চিত করল তাঁর দল। রাহুল মেনে নিলেন, ক্রিকেটজীবনে এত চাপে খুব কম দিনই পড়েছেন। কেকেআরের লড়াইয়ে কুর্নিশ করলেন তিনি।

ম্যাচের পর রাহুল বলেছেন, “সত্যি এ ধরনের ম্যাচ দেখার জন্য বহু দিন অপেক্ষা করা যায়। এই আইপিএলে এতদিন এত টানটান ম্যাচ খেলার সুযোগ পাইনি। কারণ অনেক ম্যাচই শেষ বল পর্যন্ত পৌঁছয়নি। আজ জয়ী দলের দিকে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। হেরেই যেতে পারতাম। তার পর আক্ষেপ করতাম যে খারাপ ক্রিকেট খেলার জন্যে হেরেছি। সেটা করতে হল না।”

Advertisement

রাহুলের সংযোজন, “কেকেআরকেও ধন্যবাদ এত ভাল একটা ম্যাচ উপহার দেওয়ার জন্যে। জানতাম ওদের বিরুদ্ধে এত সহজে জেতা যাবে না। দুর্দান্ত সব শট খেলেছে ওদের ক্রিকেটাররা। আমরা তখন ঠিক করেছিলাম, সেরা বলগুলোই করব। তাতে মার খেলেও ঠিক আছে। নিজেদের রণনীতি থেকে সরব না। মাঝে সেই পরিকল্পনা থেকে সরে যেতেই ম্যাচ প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, এটা বললে ভুল বলা হবে। বড় শিক্ষা পেলাম আজ।”

ওপেনিং সতীর্থ কুইন্টন ডি’ককের ১৪০ রানের ইনিংস সম্পর্কে রাহুল বললেন, “আমি তো শেষ দিকে কয়েকটা ওভার স্রেফ দর্শক ছিলাম। এত জোরে ও বল মারছিল দেখে অবাক হয়ে যেতে হয়। এত দিন কোনও ব্যাটার ভাল খেললেও আমরা জিততে পারছিলাম না। সেই অপেক্ষা মিটল।”

আরও পড়ুন
Advertisement