Mohsin Khan

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা মহসিন খান

শুরুতেই জোড়া ধাক্কা দিয়েছিলেন কলকাতাকে। রিঙ্কু সিংহের দৌলতে সেই ধাক্কা কাটিয়ে বেরোলেও শেষ পর্যন্ত ম্যাচ আর জিততে পারল না কলকাতা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২৩:৩২
দারুণ বোলিং মহসিনের।

দারুণ বোলিং মহসিনের। ছবি আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মহসিন খান। দুর্দান্ত বোলিংয়ে সাহায্যে কলকাতার ইনিংসে ধস নামানোর জন্যেই ম্যাচের সেরা ক্রিকেটার বাছা হল তাঁকে। শুরুতেই জোড়া ধাক্কা দিয়েছিলেন কলকাতাকে। রিঙ্কু সিংহের দৌলতে সেই ধাক্কা কাটিয়ে বেরোলেও শেষ পর্যন্ত ম্যাচ আর জিততে পারল না কলকাতা।

লখনউয়ের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছিলেন মহসিন। চতুর্থ বলেই তিনি তুলে নেন বেঙ্কটেশকে। অফস্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে খোঁচা দেন বেঙ্কটেশ। নিজের পরের ওভারেই আর এক ওপেনার অভিজিৎ তোমরকে তুলে নেন মহসিন। লেগ স্টাম্পে গুড লেংথে বল ছিল। অভিজিৎ কোনও মতে খেলার চেষ্টা করেন। মিড-অনে ক্যাচ চলে যায় কেএল রাহুলের হাতে।

Advertisement

এর পর দীর্ঘক্ষণ মহসিনকে বল করতে আনেননি রাহুল। আনলেন ১৩তম ওভারে। চাপের মুখে সেই ওভারে মাত্র দু’রান দিলেন মহসিন। এর পর আবার তাঁকে আনা হল ১৭তম ওভারে। সেই ওভারে আন্দ্রে রাসেলের মতো বড় উইকেট তুলে নেন মহসিন। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন