Mukesh Choudhary

MS Dhoni: কার পরামর্শে সাফল্য পাচ্ছেন, জানালেন ধোনির দলের জোরে বোলার

চেন্নাইয়ের হয়ে এ বারের আইপিএলে নজর কেড়েছেন মুকেশ চৌধরী। প্রতি ম্যাচেই নিয়ম করে ভাল বোলিং করার পাশাপাশি পাওয়ার প্লে-তে উইকেটও তুলে নিচ্ছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১১:২২
মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি

চেন্নাইয়ের হয়ে এ বারের আইপিএলে নজর কেড়েছেন মুকেশ চৌধরী। প্রতি ম্যাচেই নিয়ম করে ভাল বোলিং করার পাশাপাশি পাওয়ার প্লে-তে উইকেটও তুলে নিচ্ছেন। দীপক চাহারের অভাব মিটিয়ে দিচ্ছেন তিনি। দলও তাঁর উপরে ভরসা রাখছে।

কী ভাবে সাফল্য পাচ্ছেন মুকেশ? চেন্নাইয়ের জোরে বোলার জানালেন, দীপক চাহারের কথা শুনেই সফল হয়েছেন তিনি। মুকেশের কথায়, “হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর চাহার ফোন করে আমার প্রশংসা করে। বলে, ভাল বোলিং করেছি। এটাও উপদেশ দেয় যে, ব্যাটারের দিকে কড়া নজর রাখতে এবং মাহি ভাইয়ের নির্দেশ শুনতে। চাহার আমাকে অনেক সাহায্য করেছে। সত্যি বলতে একটা সময় চাপে ছিলাম। কিন্তু চাহার ভাইয়ের কথায় উপকৃত হয়েছি।”

Advertisement

চোটে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চাহার। তবে চেন্নাই বোলারের প্রশংসা করেছেন মুকেশ। বলেছেন, “বেশ কয়েক বছর ধরে চেন্নাইয়ের হয়ে ভাল খেলেছে চাহার ভাই। অসাধারণ বোলার। নিয়মিত ওর সঙ্গে আমার কথা হয়। অনেক ভাবে আমাকে সাহায্য করে। কী ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে কোথায় বল করতে হবে সেটা বলে দেয়। প্রথম দিকের ম্যাচগুলোয় সে ভাবে খেলতে পারিনি। তখন চাহার ভাই আমায় ফোন করে বলে দিয়েছিল কোথায় কোথায় উন্নতি করতে হবে আমাকে।”

আরও পড়ুন
Advertisement